Ajker Patrika

পুঠিয়ায় আম কমলেও বাড়েনি দাম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৯: ০২
পুঠিয়ায় আম কমলেও বাড়েনি দাম

পুঠিয়া বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাজশাহীর বৃহত্তম আমের পাইকারি বাজারে প্রতিদিনই কমছে আমদানি। বিভিন্ন জাতের আম প্রায় শেষ। তবে বর্তমানে ফজলি, আশ্বিনী ও আম্রপলি জাতের আম বেচাকেনা চলছে। আমচাষিরা বলছেন, এ বছর গড়ে দু-একটি জাতে আম মোটামুটি ভালো দামে বিক্রি হয়েছে। আর বেশির ভাগ জাতের আম বিক্রি হয়েছে খুবই কম দামে। এতে কিছু চাষি ও বাগান ব্যবসায়ীদের কিছুটা লোকসান হচ্ছে। 

আজ রোববার সকালে বানেশ্বর আমের মোকাম ঘুরে দেখা গেছে, বাজারজুড়ে ফজলি, আশ্বিনী ও আম্রপলি আম কেনাবেচা হচ্ছে। সেই সঙ্গে কিছু হাঁড়িভাঙা, বারি-৪, গৌড়মতি আমও বেচাকেনা হচ্ছে। তবে বর্তমানে বাজারে আমের আমদানি তুলনামূলক অনেক কম। প্রতি মণ আম্রপলি আম বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ২০০ টাকা। ফজলি ৯০০ থেকে ১ হাজার ২০০, আশ্বিনী ৫০০ থেকে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে সবচেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে বারি-৪ ও গৌড়মতি আম। যার প্রতি মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে সব ধরনের আম প্রতি মণে আরও ১০০ থেকে ২০০ টাকা বেশি। 

উপজেলার সদর এলাকার আমচাষি মিজানুর রহমান বলেন, এখন আমের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। তাঁদের গাছে এখনো অনেক আম আছে। এ বছর গড়ে আমের বাজার অনেক কম গেল। তবে চাষিরা দুই-একটি জাতের আমের দাম কিছুটা ভালো পেয়েছে।

নাজমুল হক নামের অপর এক চাষি বলেন, বিগত কয়েক বছরে এই এলাকার চাষিরা বাণিজ্যিকভাবে নতুন জাতের বিভিন্ন আমবাগান প্রস্তুত করছেন। তিনি বলেন, এ বছর আমবাগানগুলোতে তুলনামূলক কিছুটা বেশি আসে। তবে শীলা ঝড়ে বাগানগুলোতে কিছুটা ক্ষতি হয়েছে। আবার মৌসুমের শুরু থেকে বাজারে আমের দাম তুলনামূলক অনেক কম ছিল। এতে চাষি ও আমবাগান ব্যবসায়ীদের কিছুটা লোকসানে পড়বেন। 

বানেশ্বর বাজারের আম আড়তদার জাহিদ হোসেন বলেন, ‘প্রতিদিনই বাজারে আম অনেক কমে আসছে। ফলে স্থানীয় আম ব্যবসায়ীর সংখ্যাও কিছুটা কমেছে। আবার বহিরাগত ব্যবসায়ীরাও আগের মতো আসছেন না।’

জাহিদ হোসেন আরও বলেন, এখন আম্রপলি, ফজলি, আশ্বিনীর বাজার চলছে। সেই সঙ্গে অন্য কিছু নতুন জাতের আম অল্প পরিসরে আসছে। আবার পাইকারি বাজার ও খুচরা বাজারে আম কেনাবেচায় প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা কম-বেশি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত