২৭ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১৭: ৫৯

দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহীর তানোর থানার পুলিশ। স্ত্রীকে হত্যার দায়ে ১৯৯৫ সালের ২৭ মে রাজশাহীর একটি আদালত নজরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। নজরুল তানোরের ছাঐড় গ্রামের মৃত ভন্ডু মণ্ডলের ছেলে।

আজ শনিবার পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে নজরুলকে গ্রেপ্তার করে। নজরুল ওই এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। ঢাকায় শ্রমিকের কাজ করতেন তিনি। মাঝে মাঝে ওই এলাকাতেও থাকতেন। এবার ঈদ করতে বাড়ি এসে পুলিশের কাছে ধরা পড়েন তিনি। 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ‘স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠার পর থেকেই নিরুদ্দেশ ছিলেন নজরুল। তাঁর অনুপস্থিতিতেই আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এত দিন পুলিশ তাঁর কোনো নাগাল পায়নি। 

চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে গিয়ে নজরুল বসবাস করতে শুরু করেন। সেখানে তিনি আবদুল আজিজ নামে পরিচিত হয়ে ওঠেন। দ্বিতীয় বিয়ে করে সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান। আবদুল আজিজ নামে চাঁপাইনবাবগঞ্জের ঠিকানায় তিনি জাতীয় পরিচয়পত্রও তৈরি করেন। শেষমেশ তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন। শনিবারই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত