Ajker Patrika

অবৈধভাবে পুকুর খননের দায়ে ৪ জনের কারাদণ্ড

পবা (রাজশাহী) প্রতিনিধি
অবৈধভাবে পুকুর খননের দায়ে ৪ জনের কারাদণ্ড

রাজশাহীর পবায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মূল হোতাসহ চারজনের দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বড়গাছী ইউনিয়নের হাট কানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লসমী চাকমা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বড়গাছী ইউনিয়নের কানপাড়া এলাকার মো. নূর সাহেদের ছেলে মো. সোহরাব আলী (সিন্ডিকেট প্রধান), পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট এলাকার গণি শেখের ছেলে মো. জাহাঙ্গীর আলম, পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মেদপুর এলাকার গফুর আলীর ছেলে মো. সেলিম মোল্লা, পাবনা জেলার বেড়া উপজেলার রূপপুর এলাকার মজনু শেখের ছেলে মো. কোরবান আলী। 

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লসমী চাকমা বলেন, ‘পুকুর খনন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পবা থানার অফিসার ইনচার্জের সহযোগিতায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫ (১) অনুযায়ী অভিযুক্ত চারজনকেই দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত