বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরে পুলিশ ফাঁড়ির সামনের মার্কেটে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা খুলে বিভিন্ন ব্র্যান্ডের ১৭০টি মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের একজন নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সামনে টিএমএসএস মোবাইল মার্কেটে চুরির ঘটনা ঘটে। মার্কেটের দোতলায় প্লাস মোবাইল কেয়ার নামের প্রতিষ্ঠানের মালিক মিল্টন সাহা জানান, গতকাল রাত ১০টার দিকে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। রাত ১১টার দিকে মার্কেটের নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে তিনি এসে দেখেন দোকানের শাটারের দরজা খোলা এবং তালা নেই। দোকানে প্রবেশ করে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের নতুন ৭০টি এবং পুরোনো ১০০ মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে মিল্টন সাহা দাবি করেছেন।
সরেজমিনে জানা গেছে, পাঁচতলা মার্কেটের দোতলায় মোবাইল ফোন বিক্রির ৩০টি দোকান রয়েছে। মার্কেটের নিরাপত্তায় তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। অধিকাংশ সময় রাত ১০টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে গেলেও রাত ১২টা পর্যন্ত সেখানে লোকজন থাকে। চুরি হওয়া দোকানের চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো আগে থেকেই নষ্ট ছিল। এ ছাড়া মার্কেটের সিসিটিভি ক্যামেরাগুলো অনেক দিন ধরে নষ্ট।
মার্কেটের নৈশপ্রহরী আজমির হোসেন জানান, মার্কেটের সব দোকান বন্ধ হলে রাত ১১টার পর তদারকি করতে গিয়ে দোতলায় ওই দোকানের শাটারের দরজা খোলা দেখতে পান তিনি। পরে দোকান মালিক ও পুলিশকে সংবাদ দেন।
আজমির হোসেন বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। এর পরও মার্কেটে অনেক লোকজন ছিল। এই সময়ের মধ্যে সন্দেহজনক বা অপরিচিত কাউকে মার্কেটে দেখা যায়নি।’
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা বলেন, ‘রাতেই পুলিশ মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া দোকান পরিদর্শন করেছে। ওই মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রাত ১২টা পর্যন্ত সেখানে লোকসমাগম থাকে। এর মধ্যে চুরি এবং দোকানের তালা উধাও হওয়ার বিষয়টি রহস্যজনক মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী আজমির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
বগুড়া শহরে পুলিশ ফাঁড়ির সামনের মার্কেটে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটারের তালা খুলে বিভিন্ন ব্র্যান্ডের ১৭০টি মোবাইল ফোন নিয়ে গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের একজন নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির সামনে টিএমএসএস মোবাইল মার্কেটে চুরির ঘটনা ঘটে। মার্কেটের দোতলায় প্লাস মোবাইল কেয়ার নামের প্রতিষ্ঠানের মালিক মিল্টন সাহা জানান, গতকাল রাত ১০টার দিকে দোকানে তালা দিয়ে তিনি বাসায় যান। রাত ১১টার দিকে মার্কেটের নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে তিনি এসে দেখেন দোকানের শাটারের দরজা খোলা এবং তালা নেই। দোকানে প্রবেশ করে দেখতে পান বিভিন্ন ব্র্যান্ডের নতুন ৭০টি এবং পুরোনো ১০০ মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা বলে মিল্টন সাহা দাবি করেছেন।
সরেজমিনে জানা গেছে, পাঁচতলা মার্কেটের দোতলায় মোবাইল ফোন বিক্রির ৩০টি দোকান রয়েছে। মার্কেটের নিরাপত্তায় তিনজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করেন। অধিকাংশ সময় রাত ১০টার মধ্যে সব দোকান বন্ধ হয়ে গেলেও রাত ১২টা পর্যন্ত সেখানে লোকজন থাকে। চুরি হওয়া দোকানের চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো আগে থেকেই নষ্ট ছিল। এ ছাড়া মার্কেটের সিসিটিভি ক্যামেরাগুলো অনেক দিন ধরে নষ্ট।
মার্কেটের নৈশপ্রহরী আজমির হোসেন জানান, মার্কেটের সব দোকান বন্ধ হলে রাত ১১টার পর তদারকি করতে গিয়ে দোতলায় ওই দোকানের শাটারের দরজা খোলা দেখতে পান তিনি। পরে দোকান মালিক ও পুলিশকে সংবাদ দেন।
আজমির হোসেন বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। এর পরও মার্কেটে অনেক লোকজন ছিল। এই সময়ের মধ্যে সন্দেহজনক বা অপরিচিত কাউকে মার্কেটে দেখা যায়নি।’
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা বলেন, ‘রাতেই পুলিশ মোবাইল ফোন চুরি হয়ে যাওয়া দোকান পরিদর্শন করেছে। ওই মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রাত ১২টা পর্যন্ত সেখানে লোকসমাগম থাকে। এর মধ্যে চুরি এবং দোকানের তালা উধাও হওয়ার বিষয়টি রহস্যজনক মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী আজমির হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
রাজধানীতে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়েছে। এ সময় ঢাকাগামী বিভিন্ন পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
১০ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের জেরে দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা করেছে সোহরাওয়ার্দী কলেজ। সোমবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
১৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
২৯ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৩৩ মিনিট আগে