বগুড়ায় বাসচাপায় কলেজশিক্ষক নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৫: ৩৮
আপডেট : ২৪ মে ২০২৩, ১৬: ০০

বগুড়ায় বাসচাপায় হাফিজুর রহমান (৫৪) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়া শহরতলির ঝোপগাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাফিজুর রহমান (৫৪) দিনাজপুর জেলার ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলায়। তিনি বগুড়ার নিশিন্দারা উপশহরে ভাড়া বাসায় বসবাস করতেন। 

বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞা বলেন, বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন হাফিজুর রহমান। ঝোপগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত