Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাউল হক টুটুলকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৬ অক্টোবর কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়। পত্রটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি-সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল আজকের পত্রিকাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শূন্য হওয়া পদটি পূরণ করা হবে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলনের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের হুজরাপুরের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত করে হামলার ভিডিও ফুটেজ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোনো উত্তর দেননি।

এ ছাড়া গত ২৭ রমজান জেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক) ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করাই তাঁকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে ওই হত্যা মামলায় তিনি কারাগারে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত