নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলকক্ষে ডেকে মারধর ও নির্যাতনের শিকার এক ছাত্র ভয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে একটি অভিযোগ পাঠিয়েছেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আল-আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। অভিযুক্তরা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা এবং তাদের অনুসারী মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ ওরফে শশী, তাকি আহমেদসহ আরও কয়েকজন।
লিখিত অভিযোগে আল-আমিন বলেছেন, গত ১৭ আগস্ট পরীক্ষায় অংশ নেন তিনি। বিকেল সাড়ে চারটায় পরীক্ষা শেষে বের হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা তাঁকে রবীন্দ্রভবন থেকে বঙ্গবন্ধু হলের ৩৩১ নম্বর কক্ষে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ ওরফে শশী, তাকি আহমেদসহ অনেকে আসেন।
আল-আমিন উল্লেখ করেছেন, মুমিনুর রহমানের সঙ্গে আসা লোকজন তাঁকে প্রচুর মারধর করেন। মুমিনুর মাথায় দুই লিটার পানির বোতল ও লাঠি দিয়ে আঘাত করেন। তিনি একপর্যায়ে অচেতন হয়ে যান। এ সময় তাঁর মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন তাঁরা। জ্ঞান ফেরার পর রাত ৮টার দিকে জোরপূর্বক তাঁর ডেবিট কার্ড নিয়ে গিয়ে ৪৫ হাজার টাকা তোলেন সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও ভাস্কর সাহা। জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নিয়ে সেটির ভিডিও ধারণ করেন তারা। এমনকি কোনো ধরনের পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেন মুমিনুর ও তার অনুসারীরা। তাই নির্যাতন শেষে ছেড়ে দেওয়া হলে ভয়ে পরীক্ষা ফেলেই ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ শশী ও তাকি আহমেদের সঙ্গে কয়েক মাস ফ্রিল্যান্সিং ‘ডিজিটাল মার্কেটিং’-এর কাজ করেছিলেন তিনি। কিন্তু মনোমালিন্য হওয়ায় বছরখানেক আগে তিনি কাজ ছেড়ে দেন। এ কাজের জন্য তাঁদের সঙ্গে কোনো ধরনের চুক্তিপত্র ছিল না বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন আল-আমিন।
তবে সব ধরনের নির্যাতনের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করে মুমিনুর রহমান বলেন, দুরবস্থার সময় আল-আমিনসহ আরও কয়েকজনকে চাকরি দিয়েছিলাম। এক-দেড় বছর পর বিসিএস দেওয়ার কথা বলে চাকরি ছাড়ে আল-আমিন। কিন্তু পড়াশোনা না করে কয়েকজন মিলে আরেকটি নতুন কোম্পানি খোলে তারা। এতে আমার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত ১৭ আগস্ট বিষয়টির সুরাহার জন্যই বসা হয়। তবে সেখানে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়েও কিছু জানেন না তিনি।
টাকা নেওয়া অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত বলেন, ‘টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাদের মধ্যে ব্যবসায়িক ঝামেলা হয়েছিল। বিষয়টি মমিনুর জানালে আমি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বলি। তিনি বিষয়টি মীমাংসা করে দেন। মারধর-টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।’
মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা বলেন, ‘ওই দিন আলোচনাকালে আমিও সেখানে ছিলাম। মুমিনুর ও আল-আমিনের মধ্যে ব্যবসায়িক একটি বিষয় ছিল। বিষয়টি সুরাহার জন্যই কথা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আসা অভিযোগটি মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, এ অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. শাহনেওয়াজ পারভেজ। অন্য সদস্যরা হলেন-সহকারী প্রক্টর ড. পুরনজিৎ মহলদার ও ড. জহুরুল আনিস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘কুরিয়ারের মাধ্যমে একটি অভিযোগ এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্তে একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’
এরআগে গত শুক্রবার মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামছুল ইসলামের দেওয়া অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রক্টর দপ্তর। সেই তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলকক্ষে ডেকে মারধর ও নির্যাতনের শিকার এক ছাত্র ভয়ে ক্যাম্পাস ত্যাগ করেছেন। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে একটি অভিযোগ পাঠিয়েছেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আল-আমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষে পড়াশোনা করেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায়। অভিযুক্তরা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা এবং তাদের অনুসারী মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ ওরফে শশী, তাকি আহমেদসহ আরও কয়েকজন।
লিখিত অভিযোগে আল-আমিন বলেছেন, গত ১৭ আগস্ট পরীক্ষায় অংশ নেন তিনি। বিকেল সাড়ে চারটায় পরীক্ষা শেষে বের হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও মতিহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা তাঁকে রবীন্দ্রভবন থেকে বঙ্গবন্ধু হলের ৩৩১ নম্বর কক্ষে নিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ ওরফে শশী, তাকি আহমেদসহ অনেকে আসেন।
আল-আমিন উল্লেখ করেছেন, মুমিনুর রহমানের সঙ্গে আসা লোকজন তাঁকে প্রচুর মারধর করেন। মুমিনুর মাথায় দুই লিটার পানির বোতল ও লাঠি দিয়ে আঘাত করেন। তিনি একপর্যায়ে অচেতন হয়ে যান। এ সময় তাঁর মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেন তাঁরা। জ্ঞান ফেরার পর রাত ৮টার দিকে জোরপূর্বক তাঁর ডেবিট কার্ড নিয়ে গিয়ে ৪৫ হাজার টাকা তোলেন সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও ভাস্কর সাহা। জোরপূর্বক মিথ্যা জবানবন্দি নিয়ে সেটির ভিডিও ধারণ করেন তারা। এমনকি কোনো ধরনের পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেন মুমিনুর ও তার অনুসারীরা। তাই নির্যাতন শেষে ছেড়ে দেওয়া হলে ভয়ে পরীক্ষা ফেলেই ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মুমিনুর রহমান, ফয়সাল আহমেদ শশী ও তাকি আহমেদের সঙ্গে কয়েক মাস ফ্রিল্যান্সিং ‘ডিজিটাল মার্কেটিং’-এর কাজ করেছিলেন তিনি। কিন্তু মনোমালিন্য হওয়ায় বছরখানেক আগে তিনি কাজ ছেড়ে দেন। এ কাজের জন্য তাঁদের সঙ্গে কোনো ধরনের চুক্তিপত্র ছিল না বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন আল-আমিন।
তবে সব ধরনের নির্যাতনের কথা অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তার ব্যবসায়িক ক্ষতির কথা উল্লেখ করে মুমিনুর রহমান বলেন, দুরবস্থার সময় আল-আমিনসহ আরও কয়েকজনকে চাকরি দিয়েছিলাম। এক-দেড় বছর পর বিসিএস দেওয়ার কথা বলে চাকরি ছাড়ে আল-আমিন। কিন্তু পড়াশোনা না করে কয়েকজন মিলে আরেকটি নতুন কোম্পানি খোলে তারা। এতে আমার ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত ১৭ আগস্ট বিষয়টির সুরাহার জন্যই বসা হয়। তবে সেখানে কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। ৪৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার বিষয়েও কিছু জানেন না তিনি।
টাকা নেওয়া অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত বলেন, ‘টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। তাদের মধ্যে ব্যবসায়িক ঝামেলা হয়েছিল। বিষয়টি মমিনুর জানালে আমি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বলি। তিনি বিষয়টি মীমাংসা করে দেন। মারধর-টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।’
মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহা বলেন, ‘ওই দিন আলোচনাকালে আমিও সেখানে ছিলাম। মুমিনুর ও আল-আমিনের মধ্যে ব্যবসায়িক একটি বিষয় ছিল। বিষয়টি সুরাহার জন্যই কথা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে আসা অভিযোগটি মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, এ অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন সহকারী প্রক্টর ড. শাহনেওয়াজ পারভেজ। অন্য সদস্যরা হলেন-সহকারী প্রক্টর ড. পুরনজিৎ মহলদার ও ড. জহুরুল আনিস।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘কুরিয়ারের মাধ্যমে একটি অভিযোগ এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্তে একটি কমিটি করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।’
এরআগে গত শুক্রবার মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার বিরুদ্ধে মারধর ও চাঁদাবাজির অভিযোগ উঠে। ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামছুল ইসলামের দেওয়া অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রক্টর দপ্তর। সেই তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল-২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রতিদিনের ব
৫ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে মশার কয়েলের আগুনে পুড়ে বাটু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মূখূরজান গ্রামে ওই বৃদ্ধের নিজ বসত বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেবিনা সুদে লাখ টাকার ঋণের প্রলোভনে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগর থানায় পৃথক তিন মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে থানায় এসব মামলা করা হয়। পৃথক তিন মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৭৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।
১ ঘণ্টা আগেআইনজীবী শিশির মনির বলেন, তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন। তাঁকে জোর করে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন, যা চলমান। ওই মামলায় বিজয়ী হলে তাঁর চাকরিতে যোগ দিতে বাধা থাকবে না।
১ ঘণ্টা আগে