নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।
র্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
নওগাঁয় দুই যুবককে অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেই সঙ্গে তাঁদের কাছ থেকে অপহরণের শিকার দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, গ্রেপ্তার যুবক অপহরণকারী দলের মূল হোতা।
আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা শহিদ হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া যুবকেরা হলেন—জেলার মান্দা উপজেলার হরিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে মো. আতিকুর রহমান (১৮) ও আয়াপুর গ্রামের মো. ছাদেক আলীর ছেলে মো. আহসান হাবিব (১৮)।
র্যাব কমান্ডার মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার আতিকুর রহমান ও আহসান হাবিব নামের দুই কলেজছাত্র সদরের কীর্তিপুর এলাকায় ঘুরতে যায়। এ সময় তাদের একা পেয়ে মো. রাকিব হোসেন ও পলাতক আসামি লিটন সরদার তাঁদের নির্জন স্থানে নিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। সন্তানদের কথা চিন্তা করে পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা পাঠায়। পরে আরও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামিরা।’
এ র্যাব কর্মকর্তা আরও বলেন, ‘এরপর ভুক্তভোগীর পরিবার র্যাব ক্যাম্পে যোগাযোগ করলে, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুই ভুক্তভোগীকে উদ্ধারসহ অপহরণের মূল হোতা রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘র্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
৪০ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত
৪৪ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে