মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, থানায় মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে এক মাদ্রাসাশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই চাটমোহর থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন।

অপহৃত শিক্ষার্থীর নাম রমজান আলী (১২)। সে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রমজান আলী বাড়ি থেকে তার নানার বাড়ি আটঘরিয়া যাওয়ার জন্য বের হয়। কিন্তু সে আর নানার বাড়ি যায়নি, পথিমধ্যে অপহৃত হয়। বিকেলে অপহরণকারীরা রমজানের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে। পরে আবার ১৫ হাজার টাকা দিলে ছেলেকে ছেড়ে দেবে বলে জানান মা ময়না খাতুন। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপহরণকারীরা মাত্র ১৫ হাজার টাকা দাবি করেছে, বিষয়টি সন্দেহজনক। তারপরও পুলিশ অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করতে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত