Ajker Patrika

বাগমারায় আগুনে পুড়েছে ১৫ দোকান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাগমারায় আগুনে পুড়েছে ১৫ দোকান

রাজশাহীর বাগমারায় আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে উপজেলার হাটগাঙ্গোপাড়া বাজারের তেঁতুলতলা মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কেটটিতে মুদি দোকান ছিল আবু তালেবের। তিনি বলেন, ভোর ৪টার দিকে তিনি মার্কেটে আগুন লাগার খবর পান। গিয়ে দেখেন, সব দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। তখন ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আগুন নেভালেও দোকানের সব মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

আবু তালেব আরও বলেন, তাঁর দোকানেই ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল। অন্য দোকানগুলোতেও ৫ থেকে ৬ লাখ টাকা করে মালামাল ছিল। আগুনে প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই মার্কেটের ১৪ জন ব্যবসায়ী একেবারে পথে বসে গেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা স্টেশনের ফায়ার ফাইটার আপেল মাহমুদ বলেন, ভোর ৫টার দিকে তারা আগুনের খবর পান। আগুন নেভানোর পর সকাল সাড়ে ৭টায় তারা ফিরে আসেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছিল। তাতে ১৫টি দোকান পুড়ে গেছে। তাঁদের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত