Ajker Patrika

রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কার, ছাত্রদল নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কার, ছাত্রদল নেতাকে শোকজ

রাজশাহীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রদলের এক নেতাকে কেন বহিষ্কার করা হবে না, সে বিষয়ে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী নগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম মিলনকে তাঁর পদসহ সব প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর কোনো অপকর্মের দায় দল নেবে না।

বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের সায়েমের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেন বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অভিযোগ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাঁকে বহিষ্কার করা হবে না, তা আগামী সাত কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির কাছে লিখিত আকারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্যসচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত