বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পথ রোধ করে এক ব্যবসায়ীর দুই পায়ের গোড়ালি এবং এক হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম আশিক সরকার (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলির এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
আশিক সরকার বানদীঘি মণ্ডলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন হাটে মৌসুমি মালামাল কেনাবেচা করেন। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহিনুজ্জামান বলেন, শাহীন ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী বাড়ির কাছাকাছি রাস্তার ওপর তাঁর পথ রোধ করে। এরপর তাঁকে ধরে রাস্তা থেকে দূরে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি কেটে নেয়। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামের লোকজন গোঙানির শব্দ পেয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শাহিনুজ্জামান আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তবে কী কারণে হাত-পা কেটে আহত করা হয়েছে তা জানা যায়নি।
বগুড়ায় পথ রোধ করে এক ব্যবসায়ীর দুই পায়ের গোড়ালি এবং এক হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীর নাম আশিক সরকার (৪০)। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরতলির এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।
আশিক সরকার বানদীঘি মণ্ডলপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন হাটে মৌসুমি মালামাল কেনাবেচা করেন। বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহিনুজ্জামান বলেন, শাহীন ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী বাড়ির কাছাকাছি রাস্তার ওপর তাঁর পথ রোধ করে। এরপর তাঁকে ধরে রাস্তা থেকে দূরে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাঁ হাতের কবজি এবং দুই পায়ের গোড়ালি কেটে নেয়। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামের লোকজন গোঙানির শব্দ পেয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শাহিনুজ্জামান আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তবে কী কারণে হাত-পা কেটে আহত করা হয়েছে তা জানা যায়নি।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৩ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে