নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল।
র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে কাজ করছিলাম। এনামুল হক এ মামলার এজাহারভুক্ত আসামি।’
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে। তবে আমরা একটি মামলা নিয়েই কাজ করছিলাম। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে নিয়ে আসার পর তাঁকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’
এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর রাজশাহীর একটি দল।
র্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বাগমারা থানায় করা একটি মামলা নিয়ে কাজ করছিলাম। এনামুল হক এ মামলার এজাহারভুক্ত আসামি।’
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরও বলেন, ‘তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে। তবে আমরা একটি মামলা নিয়েই কাজ করছিলাম। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে নিয়ে আসার পর তাঁকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’
এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
খুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের তিন কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন আজ রাত ১০টায়। সোমবার সন্ধ্যায় এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়।
৩ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
২৮ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
৩২ মিনিট আগে