Ajker Patrika

রাজশাহীতে ৩ ইমো হ্যাকার গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৭: ৩৪
রাজশাহীতে ৩ ইমো হ্যাকার গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে তিন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ভোররাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫। 

গ্রেপ্তার হওয়া তিনজন ইমো হ্যাকার হলেন নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), হরিরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো.আলআমিন (২০) এবং মমিনপুর গ্রামের জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১)। 

র‍্যাব-৫ জানায়, নাটোর ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোররাত পর্যন্ত রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ৪৯টি সিমকার্ড, চারটি মেমোরি কার্ড, দুটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি টেলিফোনসেট ও নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, অভিযানের সময় আরও তিনজন ইমো হ্যাকার পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন হ্যাকার জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করতেন। পরে ভিকটিমের পরিচিতজনদের কাছ থেকে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এঁদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত