রাবি প্রতিনিধি
শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. শাফিউল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম।’
এর আগে গত সোমবার অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা অভিযোগে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর গতকাল বুধবার বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাঁকে অব্যাহতি প্রদান করা হলো।’
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে আছেন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম মাসউদ আখতার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মো. শাফিউল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম।’
এর আগে গত সোমবার অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্যসহ নানা অভিযোগে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর গতকাল বুধবার বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে অফিস ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
২২ মিনিট আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
৪১ মিনিট আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
১ ঘণ্টা আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে