নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরের বোয়ালিয়া মৌজায় ৬ কাঠা একটি জমির মালিক ছিলেন ব্রিটিশ নাগরিক ‘মি. হেমিলটন’। এরপর রেকর্ড সংশোধন করে সেই মালিক বনে যায় ‘চার্চ অব বাংলাদেশ’। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর সেই জমি দখল করেছেন বিএনপির দুই নেতা। তাঁরা দাবি করেছেন, চার্চ অব বাংলাদেশের কাছ থেকে তাঁরা ৪ কাঠা জমি কিনেছেন। যদিও খোঁজখবর নিয়ে জানা গেছে, এই জমি আসলে সরকারি সম্পত্তি।
জমিটি কেনার দাবি করছেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। জমিটি বিক্রি করেছেন চার্চ অব বাংলাদেশের কথিত সভাপতি রেভা. সুনীল মানখিন। তবে সরকারি জমি বিক্রি করায় এই তিনজন ও জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু। এরপর আদালত ওই জমিতে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার আদেশ দিয়েছেন।
রাজশাহী নগরের ১২ নম্বর ওয়ার্ডের এই জমিতে দীর্ঘদিন চলছে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম। জমির নথিপত্র থেকে জানা যায়, সিএস এবং এসএ খতিয়ানে জমির মালিকের স্থানে লেখা আছে ‘মিষ্টার হেমিলটন সাহেব, সাং মহিষবাথান’। আরএস খতিয়ানে জমির মালিক হিসেবে লেখা আছে, ‘মিঃ হেলীটন সাহেব, সাং মহিষবাথান’। ২০২০ সালে রাস্তা সম্প্রসারণের জন্য এই জমির কিছু অংশ সরকার অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে মি. হেমিলটন সাহেবের মহিষবাথানের ঠিকানায় চিঠি ইস্যু করা হয়। এর পরের বছরই ‘চার্চ অব বাংলাদেশ’ আরএস রেকর্ড সংশোধনের আবেদন করে। প্রতিষ্ঠানটি জমির মালিকানা দাবি করে। এরপর তাদের নামে রেকর্ড ঠিক করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ঘুষ নিয়ে এই জমির মালিকানা বদল করেছেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড)। জানতে চাইলে তৎকালীন এসি ল্যান্ড আবুল হায়াত বলেন, পরিত্যক্ত সম্পত্তি সরকারি হয়ে গেলে সরকারকে সেটা বুঝে নিতে হবে। কিন্তু দীর্ঘদিনেও সরকার সেটা করেনি। আবার ব্রিটিশ কাউন্সিলও দীর্ঘদিন মালিকানা দাবি করে আসেনি। চার্চ অব বাংলাদেশ যেহেতু ভুল সংশোধনের আবেদন করে, তাই সবকিছু দেখেই জমিটা তাদের নামে রেকর্ড সংশোধন করে দেওয়া হয়।
তবে মামলার বাদী মিজানুর রহমান মিনুর আইনজীবী জমশেদ আলী বলেছেন, ‘জমির মালিক হিসেবে তিনটি রেকর্ডে এক ব্যক্তির নাম রয়েছে। এটি নিতান্তই করণিক ভুল বলে এসি ল্যান্ড তা সংশোধন করতে পারেন না। এটি একমাত্র দেওয়ানি আদালত অথবা কোর্টের এখতিয়ারভুক্ত। কোনোভাবেই এসি ল্যান্ড করতে পারেন না।’
এদিকে ২০২১ সালে জমির মালিকানা বুঝে পায় চার্চ অব বাংলাদেশ। তবে আইনজীবীরা বলছেন, ১০০ বছরের বেশি সময় ধরে মি. হেমিলটন নামের ব্রিটিশ এক নাগরিকের জমি ছিল এটি। বাংলাদেশে বর্তমানে তাঁর কোনো ওয়ারিশ না থাকায় এটি সরকারি সম্পত্তি হয়ে গেছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রেক্ষাপট বদলে গেছে। এখন জমির মালিকানা দাবি করছেন বিএনপির নেতা নজরুল হুদা ও মিজানুর রহমান। মিজানুর বলেন, চার্চ অব বাংলাদেশের জমি ভুল করে নিজের নামে রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের নাগরিক মি. হেমিলটন। চার্চ অব বাংলাদেশ রেকর্ড সংশোধন করে তাঁদের কাছে বিক্রি করেছে।
এরপর গত ৭ আগস্ট জমিতে সাইনবোর্ড লাগিয়েছেন বিএনপির নেতা নজরুল ও মিজানুর। তাঁদের দাবি, গত বছরের ১২ ডিসেম্বর চার্চ অব বাংলাদেশের পক্ষে সভাপতি রেভা. সুনীল মানখিন তাঁদের কাছে জমি বিক্রি করেছেন। রেভা. সুনীল মানখিনের ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার নিউ ইস্কাটন রোড।
তবে সাইনবোর্ড লাগানোর পরদিন ৮ আগস্ট মিজানুর রহমান মিনু রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলা করেন। এই অভিযোগে তিনি বলেন, চার্চ অব বাংলাদেশের ভুয়া সভাপতি সেজে রেভা. সুনীল মানখিন জাল কাগজপত্র তৈরি করে বেআইনি ও জালিয়াতির মাধ্যমে এই জমি বিক্রি করেছেন। নজরুল হুদা ও মিজানুর রহমান জালিয়াতি ও কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে এবং ভুল বুঝিয়ে যোগসাজশে নিজেদের নামে নাম খারিজ করেছেন।
জানতে চাইলে মিজানুর রহমান মিনু বলেন, এটি মূলত মালিকবিহীন সরকারি সম্পত্তি। সেই কারণে বাংলাদেশ সরকারকে ৪ নম্বর বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি রাজশাহীর মেয়র ও সংসদ সদস্য ছিলেন। জনগণের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তিনি জনস্বার্থে এই মামলা করেছেন।
মিজানুর রহমান মিনু এই জমিতে কোনো ভবনের নকশা অনুমোদন না করার জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। দুই নেতার বিরুদ্ধে দলের হাইকমান্ডেও অভিযোগ করেছেন। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল ভবনটি পুরাকীর্তি ঘোষণা, বাধ্যতামূলক অধিগ্রহণ এবং সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও একটি আবেদন করেছেন তিনি। ১ সেপ্টেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদা সুলতানার নেতৃত্বে একটি দল এই সম্পত্তিতে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ভবন পরিদর্শন করে।
এ বিষয়ে কথা বলার জন্য গত মঙ্গলবার দুপুরে জমির ক্রেতা বিএনপির নেতা নজরুল হুদার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি। জমির আরেক ক্রেতা ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সেখানে মোট ৬ কাঠা জমির মধ্যে তাঁরা দুজনে সোয়া ২ কাঠা করে মোট সাড়ে ৪ কাঠা কিনেছেন। জমির দাম ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সাড়ে ৬ কোটি টাকা তাঁরা দুজনে পরিশোধ করেছেন।
তবে মিজানুর রহমান মিনুর আইনজীবী জমশেদ আলী জানান, মামলার পর আদালতের বিচারক বিবাদী নজরুল হুদা ও মিজানুর রহমানকে কেন নালিশি সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ বা জবরদখল থেকে বিরত থাকার আদেশ প্রদান করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের ওই সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন।
রাজশাহী মহানগরের বোয়ালিয়া মৌজায় ৬ কাঠা একটি জমির মালিক ছিলেন ব্রিটিশ নাগরিক ‘মি. হেমিলটন’। এরপর রেকর্ড সংশোধন করে সেই মালিক বনে যায় ‘চার্চ অব বাংলাদেশ’। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর সেই জমি দখল করেছেন বিএনপির দুই নেতা। তাঁরা দাবি করেছেন, চার্চ অব বাংলাদেশের কাছ থেকে তাঁরা ৪ কাঠা জমি কিনেছেন। যদিও খোঁজখবর নিয়ে জানা গেছে, এই জমি আসলে সরকারি সম্পত্তি।
জমিটি কেনার দাবি করছেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান। জমিটি বিক্রি করেছেন চার্চ অব বাংলাদেশের কথিত সভাপতি রেভা. সুনীল মানখিন। তবে সরকারি জমি বিক্রি করায় এই তিনজন ও জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু। এরপর আদালত ওই জমিতে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার আদেশ দিয়েছেন।
রাজশাহী নগরের ১২ নম্বর ওয়ার্ডের এই জমিতে দীর্ঘদিন চলছে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম। জমির নথিপত্র থেকে জানা যায়, সিএস এবং এসএ খতিয়ানে জমির মালিকের স্থানে লেখা আছে ‘মিষ্টার হেমিলটন সাহেব, সাং মহিষবাথান’। আরএস খতিয়ানে জমির মালিক হিসেবে লেখা আছে, ‘মিঃ হেলীটন সাহেব, সাং মহিষবাথান’। ২০২০ সালে রাস্তা সম্প্রসারণের জন্য এই জমির কিছু অংশ সরকার অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে মি. হেমিলটন সাহেবের মহিষবাথানের ঠিকানায় চিঠি ইস্যু করা হয়। এর পরের বছরই ‘চার্চ অব বাংলাদেশ’ আরএস রেকর্ড সংশোধনের আবেদন করে। প্রতিষ্ঠানটি জমির মালিকানা দাবি করে। এরপর তাদের নামে রেকর্ড ঠিক করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, ঘুষ নিয়ে এই জমির মালিকানা বদল করেছেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি-এসি ল্যান্ড)। জানতে চাইলে তৎকালীন এসি ল্যান্ড আবুল হায়াত বলেন, পরিত্যক্ত সম্পত্তি সরকারি হয়ে গেলে সরকারকে সেটা বুঝে নিতে হবে। কিন্তু দীর্ঘদিনেও সরকার সেটা করেনি। আবার ব্রিটিশ কাউন্সিলও দীর্ঘদিন মালিকানা দাবি করে আসেনি। চার্চ অব বাংলাদেশ যেহেতু ভুল সংশোধনের আবেদন করে, তাই সবকিছু দেখেই জমিটা তাদের নামে রেকর্ড সংশোধন করে দেওয়া হয়।
তবে মামলার বাদী মিজানুর রহমান মিনুর আইনজীবী জমশেদ আলী বলেছেন, ‘জমির মালিক হিসেবে তিনটি রেকর্ডে এক ব্যক্তির নাম রয়েছে। এটি নিতান্তই করণিক ভুল বলে এসি ল্যান্ড তা সংশোধন করতে পারেন না। এটি একমাত্র দেওয়ানি আদালত অথবা কোর্টের এখতিয়ারভুক্ত। কোনোভাবেই এসি ল্যান্ড করতে পারেন না।’
এদিকে ২০২১ সালে জমির মালিকানা বুঝে পায় চার্চ অব বাংলাদেশ। তবে আইনজীবীরা বলছেন, ১০০ বছরের বেশি সময় ধরে মি. হেমিলটন নামের ব্রিটিশ এক নাগরিকের জমি ছিল এটি। বাংলাদেশে বর্তমানে তাঁর কোনো ওয়ারিশ না থাকায় এটি সরকারি সম্পত্তি হয়ে গেছে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রেক্ষাপট বদলে গেছে। এখন জমির মালিকানা দাবি করছেন বিএনপির নেতা নজরুল হুদা ও মিজানুর রহমান। মিজানুর বলেন, চার্চ অব বাংলাদেশের জমি ভুল করে নিজের নামে রেকর্ড করেছিলেন ইংল্যান্ডের নাগরিক মি. হেমিলটন। চার্চ অব বাংলাদেশ রেকর্ড সংশোধন করে তাঁদের কাছে বিক্রি করেছে।
এরপর গত ৭ আগস্ট জমিতে সাইনবোর্ড লাগিয়েছেন বিএনপির নেতা নজরুল ও মিজানুর। তাঁদের দাবি, গত বছরের ১২ ডিসেম্বর চার্চ অব বাংলাদেশের পক্ষে সভাপতি রেভা. সুনীল মানখিন তাঁদের কাছে জমি বিক্রি করেছেন। রেভা. সুনীল মানখিনের ঠিকানা উল্লেখ করা হয়েছে ঢাকার নিউ ইস্কাটন রোড।
তবে সাইনবোর্ড লাগানোর পরদিন ৮ আগস্ট মিজানুর রহমান মিনু রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে নালিশি মামলা করেন। এই অভিযোগে তিনি বলেন, চার্চ অব বাংলাদেশের ভুয়া সভাপতি সেজে রেভা. সুনীল মানখিন জাল কাগজপত্র তৈরি করে বেআইনি ও জালিয়াতির মাধ্যমে এই জমি বিক্রি করেছেন। নজরুল হুদা ও মিজানুর রহমান জালিয়াতি ও কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দিয়ে এবং ভুল বুঝিয়ে যোগসাজশে নিজেদের নামে নাম খারিজ করেছেন।
জানতে চাইলে মিজানুর রহমান মিনু বলেন, এটি মূলত মালিকবিহীন সরকারি সম্পত্তি। সেই কারণে বাংলাদেশ সরকারকে ৪ নম্বর বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি রাজশাহীর মেয়র ও সংসদ সদস্য ছিলেন। জনগণের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে তিনি জনস্বার্থে এই মামলা করেছেন।
মিজানুর রহমান মিনু এই জমিতে কোনো ভবনের নকশা অনুমোদন না করার জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। দুই নেতার বিরুদ্ধে দলের হাইকমান্ডেও অভিযোগ করেছেন। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল ভবনটি পুরাকীর্তি ঘোষণা, বাধ্যতামূলক অধিগ্রহণ এবং সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও একটি আবেদন করেছেন তিনি। ১ সেপ্টেম্বর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদা সুলতানার নেতৃত্বে একটি দল এই সম্পত্তিতে অবস্থিত ব্রিটিশ কাউন্সিল ভবন পরিদর্শন করে।
এ বিষয়ে কথা বলার জন্য গত মঙ্গলবার দুপুরে জমির ক্রেতা বিএনপির নেতা নজরুল হুদার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি। জমির আরেক ক্রেতা ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সেখানে মোট ৬ কাঠা জমির মধ্যে তাঁরা দুজনে সোয়া ২ কাঠা করে মোট সাড়ে ৪ কাঠা কিনেছেন। জমির দাম ধরা হয়েছে ৭ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সাড়ে ৬ কোটি টাকা তাঁরা দুজনে পরিশোধ করেছেন।
তবে মিজানুর রহমান মিনুর আইনজীবী জমশেদ আলী জানান, মামলার পর আদালতের বিচারক বিবাদী নজরুল হুদা ও মিজানুর রহমানকে কেন নালিশি সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ বা জবরদখল থেকে বিরত থাকার আদেশ প্রদান করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের ওই সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন।
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৯ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে