সিরাজগঞ্জ প্রতিনিধি
অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আজ শুক্রবার পুলিশ তাঁকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর-২ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মার্চ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইব্রাহিম। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (শুক্রবার) রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
আরও পড়ুন:
অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফ ৫ দিনের রিমান্ডে
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেল ছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
অস্ত্র মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে আজ শুক্রবার পুলিশ তাঁকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর আমলি আদালতের কোর্ট ইন্সপেক্টর-২ মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ১১ মার্চ অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) ইব্রাহিম। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ (শুক্রবার) রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়।
৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফ শ্রেণিকক্ষের ভেতরে তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন। এরপর রায়হান শরীফকে শ্রেণিকক্ষে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
ওই সময় পড়ে থাকা পিস্তল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। ব্যাগটির ভেতর থেকে আরও একটি পিস্তল, ৮১টি গুলি, চারটি ম্যাগাজিন, দুটি বিদেশি কাতানা (ছোরা) ও ১০টি অত্যাধুনিক বার্মিজ চাকু জব্দ করা হয়।
এসব অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ডিবি পুলিশ বাদী হয়ে রায়হান শরীফের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ ছাড়া গুলিতে আহত শিক্ষার্থীর বাবা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে তাঁর ছেলেকে হত্যাচেষ্টা অভিযোগ এনে আরেকটি মামলা করেন।
আরও পড়ুন:
অস্ত্র মামলায় শিক্ষক রায়হান শরীফ ৫ দিনের রিমান্ডে
৯৯৯ নম্বরে ফোন দিয়ে প্রাণে রক্ষা পান সিরাজগঞ্জের মেডিকেল শিক্ষার্থীরা
রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত
ছাত্রকে গুলি করার ঘটনা অনিচ্ছাকৃত, সেই শিক্ষকের স্বীকারোক্তি
ক্যানটিনে বকেয়া, টাকা চাইলেই পিস্তল বের করতেন রায়হান
গুলি করার পর আরাফাতকে হাসপাতালে নিতেও বাধা দেন রায়হান শরীফ
সিরাজগঞ্জের সেই মেডিকেল কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুই মামলা
শ্রেণিকক্ষে মেডিকেল ছাত্রকে গুলি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৭ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৭ ঘণ্টা আগে