‘তরলা বালা’ আর লেখা হলো না

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৫৮

উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক একটা উপন্যাস লিখতে চেয়েছিলেন। নাম ঠিক করেছিলেন ‘তরলা বালা’। কিন্তু উপন্যাসটি লেখার আগেই গতকাল রাত সোয়া ৯টায় তাঁর মৃত্যু হলো।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলের। হাসান আজিজুল হকের ‘তরলা বালা’ উপন্যাসটি লেখার পরিকল্পনার কথা তাঁকে জানিয়েছিলেন হাসান আজিজুল হক নিজেই।

এ প্রসঙ্গে স্মৃতিচারণে সাজ্জাদ বকুল বলেন, ‘স্যার, অন্তত চার বছর ধরে ‘তরলা বালা’ লেখার কথা বলছিলেন। তিনি এ উপন্যাসের বিষয়বস্তুও ঠিক করে রেখেছিলেন। তবে শুরু করতে পারলেন না।’ 

তিনি বলেন, স্যারের তরলা বালা লেখার ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল। আরও কিছুদিন সুস্থ থাকলে আরও কিছু লেখা উপহার দিতে পারতেন। বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হতো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত