ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেত্রী গ্রেপ্তার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসা. শাহনাজ খাতুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

গত ১৫ আগস্ট উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব বাদী হয়ে ভোলাহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহানাজ খাতুন ৫ নম্বর আসামি। 

ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মোসা. শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত