চেক প্রতারণা মামলায় কারাগারে বদলগাছী উপজেলা চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ১৪
Thumbnail image

চেক প্রতারণা মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খানকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান। তিনি বলেন, গতকাল দুপুরে নওগাঁ শহরের কাঁচাবাজার এলাকা থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার মামলা করেন হাতেম আলী নামের এক ব্যক্তি। ওই মামলায় সাজা হয় শামসুল আলমের। এরপর পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। গতকাল তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী হাতেম আলী বলেন, ‘শামসুল আলমের সঙ্গে আমার লেনদেন ছিল। পরে পাওনা টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।’

মামলার বাদী হাতেম আলী চেকে টাকার সংখ্যা জানাতে না চাইলেও একটি সূত্রে জানা গেছে, হাতেম আলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আট লাখ টাকা পান।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ‘থানায় গ্রেপ্তারি পরোয়ানা আসার পরপরই চেয়ারম্যান শামসুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় এত দিন গ্রেপ্তার করা যায়নি। গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গ্রেপ্তারি পরোয়ানা কত তারিখে থানায় পৌঁছে? জানতে চাইলে ওসি বলেন, ‘কত তারিখে গ্রেপ্তারি পরোয়ানা থানায় এসেছে সেটি সঠিক মনে নেই। তবে আমরা গ্রেপ্তার করেছি, এটিই বড় বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত