Ajker Patrika

রাণীনগরে বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
রাণীনগরে বিলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু 

নওগাঁর রাণীনগরে নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার দুপুরে উপজেলার রক্তদহ বিলের রমজান আলীর ঘাটের অদূরে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো—রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ভোঁপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে রিফাত (১৫)। হাসপাতালে ভর্তি আহতেরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার তারাপুর গ্রামের মৃদুল (২৬) ও একউ উপজেলার দমদমা গ্রামের দুলালী বিবি (৩৫)। আহতেরা রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি আহত মৃদুল জানান, গতকাল শনিবার রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে গোসলের আগে রমজানের ঘাটে দুইটি ডিঙি নৌকায় চরে প্রায় ১২-১৩ জন বিলের মধ্যে যাচ্ছিল। এ সময় ঘাটের অদূরে যেতেই নৌকা ডুবে যায়। এতে তামান্না, রিফাত, আয়েশা বিবি (২৪), মৃদুলসহ সবাই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তামান্না ও রিফাতকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

রাণীনগর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আতাউর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছেন এবং আরও দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে নিহত দুজনের মরদেহ পরিবারের স্বজনেরা নিয়ে গেছেন বলে জানিয়েছেন এই চিকিৎসক। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘নৌকা ডুবে হতাহতের ঘটনার কথা শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত