গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যুর অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরিকাঘাতে ভাতিজার (৪৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের মুন্সির ছেলে। আজ রাতে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুল ইসলামের সঙ্গে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে চাচা-ভাতিজার মধ্যে বাক্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে ধারালো ছুড়ি দিয়ে ভাতিজার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন চাচা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। 

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মারামারিতে মাহফুজুর রহমান নামে একজন নিহত হয়েছেন। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছ। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত