Ajker Patrika

লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ২৭
লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার

লালমনিরহাট জেলা কারাগারসংলগ্ন ব্রিজের নিচে পানি থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১০টায় এইি টাকা উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের জেলখানা রোডের পাশে একটি ব্রিজের নিচে মাছ ধরার জন্য যান এক ব্যক্তি। সেখানে মাছ ধরার জন্য টেপরাই বসিয়ে কাদা দিয়ে ভর দিতে গিয়ে হাতের মধ্যে টাকার একটি বান্ডিল উঠে আসে। এ সময় ওই ব্যক্তি স্থানীয় দু-একজনের সহায়তায় সদর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় এক বস্তা টাকা উদ্ধার করে।

স্থানীয় আব্দুস সালাম (৪০) বলেন, `আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি দেখেছি। সেগুলো জাল টাকার নোট।' 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, `শহরের জেলখানা রোডে কিছু টাকার সন্ধান পেয়েছে মর্মে স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে এক হাজার টাকা নোটের ৬৬টি বান্ডিল উদ্ধার করি। এখনো উদ্ধার অভিযান চলছে, তাই কিছু বলা যাচ্ছে না। হয়তো আরও টাকা পাওয়া যেবে। তবে টাকাগুলোর গায়ে `লাকী কুপন, সাথী সংঘ ও ভাগ্য পরিবর্তন' স্টিকার লাগানো আছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত