আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)
‘ভোট দিয়া হামার সিটির মানুষের লাভ কী হয়? কাজ-কাম বাদ দিয়া, দিন-হাজরি ফেলায়ে, ভোট দিয়া কি হামার কোনো লাভ আছে? সারা দিন কাম করি যে টাকা পাইম, সেই টাকা দিয়া বাজার করি বাড়ি আসি বউ-বাচ্চা নিয়া বসি খাইম, সেইটাই লাভ। কিসের মুই ভোট দিবার জাং।’
আজ শুক্রবার সকালে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কুকরুল বাজারের আমাশু উচ্চবিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রিকশাচালক হায়দার আলী। এ সময় তাঁর কাছে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বিষয় জানতে চাইলে আজকের পত্রিকার এই প্রতিনিধির কাছে এভাবেই নিজের নির্বাচনী ভাবনা প্রকাশ করেন হায়দার আলী।
পরে তিনি হাসতে হাসতে বলেন, ‘কাজ-কাম শ্যাষ করি যদি সময় পাং তাইলে যাইম ভোট দিবার, আর সময় না পাইলে নাই। এমপি নির্বাচনের ওপর এতটা ঝোঁক নাই।’
জাতীয় সংসদ নির্বাচনের প্রতি হায়দার আলীর অনীহা ও আক্ষেপের বিষয়ে জানতে চাইলে মুখের কথা কেড়ে নিয়ে চা-দোকানদার একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন ভোট দিবার যামো, ভোট আসছে আজকে আর ওমার গুলার দেখা পাইছি। এর আগে যে মসিউর রহমান রাঁঙ্গা ভোট নিয়া গেইছে, পাঁচ বছরে আর কী কোনো দিন আসছিল হামার এইদিকে। তারপর এর আগে আসিফ একবার ভোট নিয়া গেইছে, সেও ঠিক রাঁঙ্গার মতনেই করছে। ভোট আসলে এদের দেখা পাই আর না আসলে কোনো দেখা নাই। এরা হামারগুলার ১ থাকি ৮ নম্বর সিটি করপোরেশনে বসন্তের কোকিল হয়া আইসে। বসন্ত শ্যাষ হইলে এমারগুলার আর দেখা পাওয়া যায় না।’
চা-দোকানি একরামুল আরও বলেন, ‘আর যদি কোনো কারণে এলাকার উন্নয়নের কাজের জন্য এমপির কাছে যাই, তাঁরা দ্যাখায়ে দেয় এটা সিটি করপোরেশন, তোমরা মেয়রের কাছে যাও, সিটি করপোরেশনের ভেতরে মেয়র কাজ করবে সেখানে আমার কোনো দায়িত্ব নাই। তাইলে তোমরাই কন, হামরা ক্যানে ভোট দিবার যামো। এলাকার উন্নয়নের দায়িত্ব এমপির নাই তাহলে ফির হামার ভোট দিবার কিসের দায়িত্ব।’
‘শুনিচোল এবার বেলে বাবলু নামে নতুন এক প্রার্থী দাঁড়াইছে, সে নাকি ভালো। এর আগে উপজেলা চেয়ারম্যান ছিল গঙ্গাচড়ার। ওই এলাকার নাকি অনেক কাজ করছে। যদি ভোট সেন্টারত যাই তাইলে ভোটটা ওয়াকে দ্যাইম আর না গেইলে নাই।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনের সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু স্থানে নির্বাচনী পোস্টার সাঁটানো থাকলেও। এসব এলাকায় নেই কোনো নির্বাচনী আমেজ। এসব এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ নির্বাচনে এসব এলাকার লোকজন ভোট দিতে যান না।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসন। এই আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র এবং জাতীয় পার্টিসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাঁরা হলেন জাতীয় পার্টির হুসেন মকবুল শাহরিয়ার আসিফ, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মসিউর রহমান রাঁঙ্গা, আসাদুজ্জামান বাবলু, শাহিনুর আলম ও মোশাররফ হোসেন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। গঙ্গাচড়া উপজেলার ৯ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ এবং রংপুর সিটি করপোরেশনের (১ থেকে ৮ নম্বর ওয়ার্ডে) মোট ভোটার ৯৮ হাজার ৭১ জন।
‘ভোট দিয়া হামার সিটির মানুষের লাভ কী হয়? কাজ-কাম বাদ দিয়া, দিন-হাজরি ফেলায়ে, ভোট দিয়া কি হামার কোনো লাভ আছে? সারা দিন কাম করি যে টাকা পাইম, সেই টাকা দিয়া বাজার করি বাড়ি আসি বউ-বাচ্চা নিয়া বসি খাইম, সেইটাই লাভ। কিসের মুই ভোট দিবার জাং।’
আজ শুক্রবার সকালে রংপুর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কুকরুল বাজারের আমাশু উচ্চবিদ্যালয়ের সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন রিকশাচালক হায়দার আলী। এ সময় তাঁর কাছে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বিষয় জানতে চাইলে আজকের পত্রিকার এই প্রতিনিধির কাছে এভাবেই নিজের নির্বাচনী ভাবনা প্রকাশ করেন হায়দার আলী।
পরে তিনি হাসতে হাসতে বলেন, ‘কাজ-কাম শ্যাষ করি যদি সময় পাং তাইলে যাইম ভোট দিবার, আর সময় না পাইলে নাই। এমপি নির্বাচনের ওপর এতটা ঝোঁক নাই।’
জাতীয় সংসদ নির্বাচনের প্রতি হায়দার আলীর অনীহা ও আক্ষেপের বিষয়ে জানতে চাইলে মুখের কথা কেড়ে নিয়ে চা-দোকানদার একরামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘কেন ভোট দিবার যামো, ভোট আসছে আজকে আর ওমার গুলার দেখা পাইছি। এর আগে যে মসিউর রহমান রাঁঙ্গা ভোট নিয়া গেইছে, পাঁচ বছরে আর কী কোনো দিন আসছিল হামার এইদিকে। তারপর এর আগে আসিফ একবার ভোট নিয়া গেইছে, সেও ঠিক রাঁঙ্গার মতনেই করছে। ভোট আসলে এদের দেখা পাই আর না আসলে কোনো দেখা নাই। এরা হামারগুলার ১ থাকি ৮ নম্বর সিটি করপোরেশনে বসন্তের কোকিল হয়া আইসে। বসন্ত শ্যাষ হইলে এমারগুলার আর দেখা পাওয়া যায় না।’
চা-দোকানি একরামুল আরও বলেন, ‘আর যদি কোনো কারণে এলাকার উন্নয়নের কাজের জন্য এমপির কাছে যাই, তাঁরা দ্যাখায়ে দেয় এটা সিটি করপোরেশন, তোমরা মেয়রের কাছে যাও, সিটি করপোরেশনের ভেতরে মেয়র কাজ করবে সেখানে আমার কোনো দায়িত্ব নাই। তাইলে তোমরাই কন, হামরা ক্যানে ভোট দিবার যামো। এলাকার উন্নয়নের দায়িত্ব এমপির নাই তাহলে ফির হামার ভোট দিবার কিসের দায়িত্ব।’
‘শুনিচোল এবার বেলে বাবলু নামে নতুন এক প্রার্থী দাঁড়াইছে, সে নাকি ভালো। এর আগে উপজেলা চেয়ারম্যান ছিল গঙ্গাচড়ার। ওই এলাকার নাকি অনেক কাজ করছে। যদি ভোট সেন্টারত যাই তাইলে ভোটটা ওয়াকে দ্যাইম আর না গেইলে নাই।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনের সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু স্থানে নির্বাচনী পোস্টার সাঁটানো থাকলেও। এসব এলাকায় নেই কোনো নির্বাচনী আমেজ। এসব এলাকার স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ নির্বাচনে এসব এলাকার লোকজন ভোট দিতে যান না।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-১ আসন। এই আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র এবং জাতীয় পার্টিসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তাঁরা হলেন জাতীয় পার্টির হুসেন মকবুল শাহরিয়ার আসিফ, তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায়। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মসিউর রহমান রাঁঙ্গা, আসাদুজ্জামান বাবলু, শাহিনুর আলম ও মোশাররফ হোসেন।
এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। গঙ্গাচড়া উপজেলার ৯ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ এবং রংপুর সিটি করপোরেশনের (১ থেকে ৮ নম্বর ওয়ার্ডে) মোট ভোটার ৯৮ হাজার ৭১ জন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
২৩ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
২৪ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২৬ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
৩২ মিনিট আগে