দিনাজপুরে নেসকোর প্রি-পেইড মিটার বাতিল দাবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
Thumbnail image
নেসকোর প্রি-পেইড মিটার বাতিল দাবিতে মানববন্ধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই’র (নেসকো) প্রি-পেইড মিটারের সংযোগ বাতিল এবং পুনরায় পোস্ট পেইড মিটার চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

আজ রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের সুইহারির দিনাজপুর নেসকোর (পিএলসি) কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে ১২ দফা দাবিসংবলিত একটি আবেদন দিনাজপুর নেসকোর পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোছাদ্দেক কবিরের কাছে হস্তান্তর করেন তাঁরা। আবেদন গ্রহণ করে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোসাদ্দেক কবির।

মানববন্ধনে বক্তারা বলেন, এরই মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেওয়ার জন্য জেলা প্রশাসক, দিনাজপুর নেসকোর নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন থেকে আগামী ১০ দিনের মধ্যে প্রি-পেইড মিটার খুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী গ্রাহক সোলায়মান মোল্লা, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রায়হান আলী খান তাজ, রোকেয়া বেগম লাইজু, জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ আলম, মঞ্জুর আলম জুয়েল, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মো. আনিসুজ্জামান মিলন, বিদ্যুৎ গ্রাহক আব্দুস সালাম, আবু সাঈদ মজুমদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত