বিরলে বন বিভাগের ৩০ একর জমি উদ্ধার, চারা রোপণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বিটের ৩০ একর জমি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে বিরল ফরেস্ট বিটের কর্মকর্তা মো. মহসীন আলীর নেতৃত্বে স্থানীয় উপকারভোগীরা উদ্ধার করা জমিতে সামাজিক বনায়নের জন্য বিভিন্ন গাছের চারা রোপণ করেছেন। 

ধর্মপুর বিট কর্মকর্তা মহসীন আলী জানান, বিরল থানা-পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিনের বেদখল হওয়া প্রায় ৩০ একর জমি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ওই জমিতে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। 

মহসীন আলী আরও জানান, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপকারভোগীরা এর সুফল পাবেন। এরই ধারাবাহিকতায় ধর্মপুর বিটের বে-দখল হওয়া ৩৪৬ একর জমির মধ্যে পর্যায়ক্রমে এখন পর্যন্ত ১১০ একর জমি পুনরুদ্ধার করা হয়। 

উদ্ধার করা জমিতে সামাজিক বনায়ন গড়ে তোলা হয়েছে। এতে চারা রোপণ করা হয়েছে মোট ১ লাখ। ভবিষ্যতে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই বন কর্মকর্তা। 

জমি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, দিনাজপুর সদর রেঞ্জের কর্মকর্তা মান্নান হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত