কুড়িগ্রাম প্রতিনিধি
নাশকতার মামলায় কুড়িগ্রামে জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ ১১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামায়াতের রুকন ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর কবীর এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতা কর্মীরা হলেন–রাজারহাট উপজেলা জামায়াতের আমির কপিল উদ্দিন, জামায়াতের কর্মী আব্দুল হাই, আইয়ুব আলী, আব্দুল হক, শাকিব জামান, আব্দুর সবুর, আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আব্দুল আউয়াল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে।
ওই মামলায় উল্লেখিত আসামিরা এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আদেশ দিলেও জামায়াতের জেলা আমিরসহ ১১ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্রাহাম লিংকন। জামাত নেতা ইয়াসিন আলীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। অপর ১১ জন আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বজলুর রশীদসহ ২০ থেকে ২২ জন আইনজীবী।
নাশকতার মামলায় কুড়িগ্রামে জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ ১১ নেতা কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় জামায়াতের রুকন ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমগীর কবীর এ আদেশ দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো নেতা কর্মীরা হলেন–রাজারহাট উপজেলা জামায়াতের আমির কপিল উদ্দিন, জামায়াতের কর্মী আব্দুল হাই, আইয়ুব আলী, আব্দুল হক, শাকিব জামান, আব্দুর সবুর, আব্দুল ওয়াব মাস্টার, নুর মোহাম্মদ, নুর ইসলাম ও আব্দুল আউয়াল।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালে কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াতের ২০ নেতা কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ নেতা কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করে।
ওই মামলায় উল্লেখিত আসামিরা এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি জামিনের মেয়াদ শেষ হলে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আদেশ দিলেও জামায়াতের জেলা আমিরসহ ১১ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি আব্রাহাম লিংকন। জামাত নেতা ইয়াসিন আলীর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু। অপর ১১ জন আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বজলুর রশীদসহ ২০ থেকে ২২ জন আইনজীবী।
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
২২ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২৮ মিনিট আগে