তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নে ভোটকেন্দ্রে দুই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম মিলন (নৌকা) ও ‘বিদ্রোহী’ প্রার্থী কুদরত-ই খুদা মিলন (চশমা) সমর্থকদের মধ্যে এ ঘটনায় ১৫ জন আহত হন। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে পুলিশ পাঁচজনকে আটক করে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন বাড়ি থেকে ব্যালটসহ ওই পাঁচজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার তফিজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন মুসা (৩৪), উকিল জোত এলাকার দলিলের ছেলে জামাল, একই এলাকার রাখালের ছেলে জাফরুল, সন্ন্যাসীপাড়া এলাকার ইসরাইলের ছেলে মির্জা ও সিপাইপাড়া এলাকার বেলালের ছেলে সাকিব। তবে আটক ব্যক্তিরা কোন প্রার্থীর লোক এটা পুলিশ নিশ্চিত করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম মিলনের লোক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম মিলনের কয়েকজন কর্মী লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। মুহূর্তেই ভোটার শূন্য হয়ে পড়ে ভোট কেন্দ্র। প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ভোট গ্রহণ। পরে পুলিশ ও প্রশাসনের লোক এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নুরজামান (৩৫), ফুলবানু (৫৫), শাহারুল (৩৫), মুন্না (২৭), কুদ্দুস (৫০), নওসাদ (৩৫), মোতালেব (৪৫), পুলক (৩০), রাজন (৩৫), রনি (৩২), রাজ্জাক (৪৮), এমরাতুল্লাহ (৫৫), নাজমুল (৩৫), আমান উল্লাহ (৫৫) ও আবুল কালাম (৪৫)।
পুলিশ জানায়, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। বিকেলে দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়।
অন্যদিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া পিকনিক কর্নার কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাহাদাত হোসেন রঞ্জু (মোটরসাইকেল) প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু ব্যালট ও টাকা জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নে ভোটকেন্দ্রে দুই প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম মিলন (নৌকা) ও ‘বিদ্রোহী’ প্রার্থী কুদরত-ই খুদা মিলন (চশমা) সমর্থকদের মধ্যে এ ঘটনায় ১৫ জন আহত হন। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে পুলিশ পাঁচজনকে আটক করে।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন বাড়ি থেকে ব্যালটসহ ওই পাঁচজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নের দিঘলগাঁও এলাকার তফিজুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন মুসা (৩৪), উকিল জোত এলাকার দলিলের ছেলে জামাল, একই এলাকার রাখালের ছেলে জাফরুল, সন্ন্যাসীপাড়া এলাকার ইসরাইলের ছেলে মির্জা ও সিপাইপাড়া এলাকার বেলালের ছেলে সাকিব। তবে আটক ব্যক্তিরা কোন প্রার্থীর লোক এটা পুলিশ নিশ্চিত করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাহাবুবুল আলম মিলনের লোক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুল আলম মিলনের কয়েকজন কর্মী লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। মুহূর্তেই ভোটার শূন্য হয়ে পড়ে ভোট কেন্দ্র। প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ভোট গ্রহণ। পরে পুলিশ ও প্রশাসনের লোক এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলেন নুরজামান (৩৫), ফুলবানু (৫৫), শাহারুল (৩৫), মুন্না (২৭), কুদ্দুস (৫০), নওসাদ (৩৫), মোতালেব (৪৫), পুলক (৩০), রাজন (৩৫), রনি (৩২), রাজ্জাক (৪৮), এমরাতুল্লাহ (৫৫), নাজমুল (৩৫), আমান উল্লাহ (৫৫) ও আবুল কালাম (৪৫)।
পুলিশ জানায়, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। বিকেলে দিকে একদল লোক জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে পাঁচজনকে আটক করা হয়।
অন্যদিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নে দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেঁতুলিয়া পিকনিক কর্নার কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সাহাদাত হোসেন রঞ্জু (মোটরসাইকেল) প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু ব্যালট ও টাকা জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
১১ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
৩১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে