Ajker Patrika

বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধি
বীরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় নারায়ণ চন্দ্র রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারায়ণ চন্দ্র রায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের রাজেন্দ্র রায়ের ছেলে। তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, নারায়ণ চন্দ্র রায় মোটরসাইকেল নিয়ে বীরগঞ্জ পৌর শহরের বাড়ি হতে গ্রামের বাড়ি নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র যাচ্ছিলেন। পথে ফিসারী মোড় সংলগ্ন পৌর শহরের প্রমথ রায়ের মিলের সামনে পঞ্চগড় হতে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশের সার্জেন্ট বকুল রানী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ট্রাক টিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ট্রাক এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত