Ajker Patrika

‘পাঠকের চাহিদা পূরণ করছে আজকের পত্রিকা’

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
‘পাঠকের চাহিদা পূরণ করছে আজকের পত্রিকা’

আজকের পত্রিকা অবহেলিত-নির্যাতিত মানুষের কথা বলছে। সমাজের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরছে। মূলত পাঠকের যে চাহিদা তা পূরণে সক্ষম হচ্ছে আজকের পত্রিকা। এ কারণে মাত্র দুই বছরে পাঠপ্রিয়তায় প্রথম সারিতে চলে এসেছে পত্রিকাটি।

আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে আজ বৃহস্পতিবার রংপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বেলা ১১টার দিকে রংপুর সুমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়। আজকের পত্রিকার মিঠাপুকুর প্রতিনিধি প্রদীপ কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদরগঞ্জ প্রতিনিধি আশরাফুল আলম আপন।

এ সময় বক্তব্য দেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সফিয়ার রহমান, কবি ও কলাম লেখক মাহমুদ ইলাহী মন্ডল, সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্যসচিব লিয়াকত আলী বাদল, সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম, দৈনিক মায়া বাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুশান্ত ভৌমিক, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজাদ হোসেন বাপ্পী, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির জেলা সভাপতি কামরুল হাসান টিটু, রংপুর প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, সাংবাদিক আলতাফ হোসেন দুলাল, রহিদুল মিয়া, আব্দুর রশিদ জীবন, মীর আনোয়ার আলী, এস এম শহীদুল আলম, আজকের পত্রিকার কাউনিয়া প্রতিনিধি মিজানুর রহমান, পীরগাছা প্রতিনিধি তাজরুল ইসলাম, গঙ্গাচড়া প্রতিনিধি আব্দুর রহিম পায়েল প্রমুখ। 
অনুষ্ঠানে সফিয়ার রহমান বলেন, আজকের পত্রিকা যেভাবে পাঠকপ্রিয়তা জয় করছে, তা ধরে রাখতে হবে। 

মাহমুদ ইলাহীর মতে, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তা না হলে দেশ ও জাতি ভালো কিছু পাবে না। কারণ, দেশকে এগিয়ে নিতে সংবাদপত্রের ভূমিকা অনেক।

পাঠক নিরপেক্ষ খবর চান এবং আজকের পত্রিকা সেটি প্রকাশে সক্ষম হচ্ছে বলে উল্লেখ করেন লিয়াকত আলী। আরেক অতিথি মাহবুবুল ইসলাম বলেন, ‘কঠোর পরিশ্রমে এত অল্পে সময়ে অনেক দূর এগিয়ে গেছে আজকের পত্রিকা। আশা করি এটা ধরে রাখতে আগামীতে আরও কঠোর পরিশ্রম করবে কর্তৃপক্ষ।’

সুশান্ত ভৌমিক আজকের পত্রিকায় বেশি বেশি করে রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক খবরসহ বিভিন্ন সমস্যা ও দুর্নীতির চিত্র তুলে ধরার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত