রংপুর ও বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক হাসানুর রহমান (৪৮) ও দেলোয়ার হোসেন (৫০) নামে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সম্বলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
আটকেরা দালাল বলে জানায় দুদক। পরে সেখানে আদালত বসিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা জেলের হাত থেকে রক্ষা পান।
আটক হাসানুর রহমান তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, হাসানুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের নাইটগার্ড এবং দেলোয়ার হোসেন মাস্টার রোলে ঝাড়ুদারের কাজ করেন।
দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে আসলে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। পরে দালাল ধরে ১০-২০ হাজার টাকা দিলে পাশ করে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সকালে ওই কার্যালয়ে অবস্থান নেই। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথা ও গতিবিধি লক্ষ্য করতে থাকি। পরে ওই দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেই।’
তিনি আরও বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে অভিযানে বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা তদন্ত করে দেখব এ ঘটনায় অফিসের কেউ জড়িত আছে কিনা, থাকলে অবশ্যই তাদেরও আইনের আওতায় আনা হবে।’
দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে রংপুরের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ‘আমার এখানে এসেছি বেশি দিন হয়নি। আমিও চাই বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত হোক। সেই লক্ষ্যে কাজ করছি। এতে সবার সহযোগিতা কামনা করছি।’
রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুদক হাসানুর রহমান (৪৮) ও দেলোয়ার হোসেন (৫০) নামে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সকালে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সম্বলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।
আটকেরা দালাল বলে জানায় দুদক। পরে সেখানে আদালত বসিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেন। তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তাঁরা জেলের হাত থেকে রক্ষা পান।
আটক হাসানুর রহমান তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং দেলোয়ার হোসেন রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
জানা গেছে, হাসানুর রহমান জেলা প্রশাসক কার্যালয়ের নাইটগার্ড এবং দেলোয়ার হোসেন মাস্টার রোলে ঝাড়ুদারের কাজ করেন।
দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে কেউ ড্রাইভিং লাইসেন্স করতে আসলে ইচ্ছাকৃতভাবে ফেল করে দেওয়া হয়। পরে দালাল ধরে ১০-২০ হাজার টাকা দিলে পাশ করে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে আমরা সকালে ওই কার্যালয়ে অবস্থান নেই। সেবা নিতে আসা লোকজনের সঙ্গে দালালদের কথা ও গতিবিধি লক্ষ্য করতে থাকি। পরে ওই দুই দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেই।’
তিনি আরও বলেন, ‘বিআরটিএ কার্যালয়ে অভিযানে বেশ কিছু তথ্য পেয়েছি। আমরা তদন্ত করে দেখব এ ঘটনায় অফিসের কেউ জড়িত আছে কিনা, থাকলে অবশ্যই তাদেরও আইনের আওতায় আনা হবে।’
দুদকের অভিযানকে স্বাগত জানিয়ে রংপুরের বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার বলেন, ‘আমার এখানে এসেছি বেশি দিন হয়নি। আমিও চাই বিআরটিএ কার্যালয় দালাল মুক্ত হোক। সেই লক্ষ্যে কাজ করছি। এতে সবার সহযোগিতা কামনা করছি।’
গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে বিবাদমান দুটি গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনার সার্বিক বিষয়ে নিজ নিজ অবস্থান পরিষ্কার করতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয় পক্ষ।
১ মিনিট আগেরাজধানীর বিমানবন্দরের মহাসড়কে শপিং ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর কাছ থেকে লুট হয়েছিল।
৩২ মিনিট আগেপাঁচ মাস হয়েছে অন্তর্বর্তী সরকারের। এই পাঁচ মাসে নিরাপদ সড়কের জন্য কী পরিবর্তন হয়েছে—বলে প্রশ্ন তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই’–এর (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘এই পাঁচ মাসে দুর্ঘটনা কি কমেছে? সরকার কোনো কাজ করে নাই। আমার মুখকাটা, আমি কথা বলতে ভয় পাই না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না
৩৫ মিনিট আগেবগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণায় হামলা, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)
১ ঘণ্টা আগে