ছাত্রদের ঢাল বানিয়ে বিএনপি–জামায়াত দেশকে ধ্বংসের পরিকল্পনা করছে: নৌপ্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৬: ৪৩
Thumbnail image

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াত একইভাবে দেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের পাশে দাঁড়িয়ে কোটা প্রথা বাদ দিয়েছিলেন। 

আজ শনিবার দিনাজপুরের বাসুনিয়াপট্টি জেলা ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছাত্রদের ঢাল বানিয়ে তারা বাংলাদেশকে জ্বালিয়ে-পুড়িয়ে তলাবিহীন ঝুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছে। এই সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে নয়, এই কর্মকাণ্ড বাংলাদেশের বিরুদ্ধে। এর সঙ্গে জামায়াত-বিএনপির এবং ইউনূস গংরা জড়িত। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (পিপি), বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ। 

এর আগে প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন। 

১৮ জুলাই (বৃহস্পতিবার) কোটাবিরোধী আন্দোলনের সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ক্ষতিগ্রস্ত ওইসব দেখতে যান প্রতিমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত