দুই সতিনের দ্বন্দ্বে প্রাণ গেল স্বামীর 

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২২, ২৩: ৪২

রংপুরের পীরগঞ্জে দুই সতিনের দ্বন্দ্বের জেরে স্বামী দেলদার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের প্রথম স্ত্রী আনোয়ারা বেগম ও তাঁর ছেলে আনিছার রহমান বাটুলকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের টুকুরিয়া বাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেলদার হোসেনের বাড়ি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার দুর্গামতি গ্রামে। ২০-২৫ বছর আগে টুকুরিয়া গ্রামের রেখা বেগমকে বিয়ে করেন তিনি। প্রথমদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও রেখার ঘরে দুই সন্তান জন্ম নেওয়ার পর থেকে প্রথম স্ত্রী ও সেই ঘরের সন্তানদের সঙ্গে সম্পর্ক ক্রমেই খারাপ হতে শুরু করে। একপর্যায়ে স্বামী দেলদারের থেকে কৌশলে জায়গা জমি লিখিয়ে নেন প্রথম প্রথম স্ত্রী ও তাঁর সন্তানেরা। 

এমন পরিস্থিতিতে রেখাকে সঙ্গে নিয়ে রেখার বাবার বাড়ি পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া গ্রামে চলে আসেন দেলদার হোসেন। হঠাৎ আজ সোমবার দেলদারের প্রথম স্ত্রী আনোয়ারা বেগম তাঁর ছেলে আনিছার রহমান বাটুলসহ আরও ৫-৬ জনকে সঙ্গে নিয়ে টুকুরিয়ায় এসে দেলদারকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রেখার লোকজন বাধা প্রদান করলে মারামারি শুরু হয়। একপর্যায়ে দেলদারকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী আনোয়ারা বেগম ও তাঁর ছেলে আনিছার রহমান বাটুলকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, ‘মামলার প্রস্তুতি চলছে। নিহতের প্রথম স্ত্রী ও তাঁর এক ছেলেকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত