শিপুল ইসলাম, রংপুর থেকে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা।
অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে অধ্যক্ষ মাহফুজারের পক্ষে মানববন্ধন করেছে।
তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আজ রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা, মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল। এর আগে, কলেজ কনফারেন্স রুমে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল বলেন, শহীদ আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসরের অধ্যক্ষ পদে থাকার কোনো অধিকার নেই। এই ক্যাম্পাসের তাঁর কোনো জায়গা নেই। চিকিৎসক, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থীরা কেউ তাঁকে চান না। তাঁর কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষ পদে এমন একজনকে চাই, যিনি এই ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে পারেন। সবাই তাঁর কথা মেনে চলবে। এমন একজন চাই না, যাকে কেউ চায় না। মাহফুজার রহমানকে অধ্যক্ষ পথ থেকে অপসারণ না করলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে প্রতীকী কর্মসূচি পালন করব এবং বুধবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলবে।’
এদিকে বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজার রহমানে পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।
২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এর পর থেকেই তাঁকে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। ৩১ অক্টোবর বিক্ষোভ শেষে অধ্যক্ষকে অপসারণের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া অধ্যক্ষকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানকে দ্রুত অপসারণ করা না হলে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি এবং বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা।
অপর দিকে অন্যপক্ষ বিষয়টিকে ষড়যন্ত্র করছে দাবি করে অধ্যক্ষ মাহফুজারের পক্ষে মানববন্ধন করেছে।
তিন দিনের আলটিমেটাম শেষে সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে আজ রোববার দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শেষে কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতা, মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল। এর আগে, কলেজ কনফারেন্স রুমে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার মুখপাত্র শরিফুল ইসলাম মণ্ডল বলেন, শহীদ আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসরের অধ্যক্ষ পদে থাকার কোনো অধিকার নেই। এই ক্যাম্পাসের তাঁর কোনো জায়গা নেই। চিকিৎসক, কর্মচারী, মেডিকেল শিক্ষার্থীরা কেউ তাঁকে চান না। তাঁর কারণে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অধ্যক্ষ পদে এমন একজনকে চাই, যিনি এই ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে পারেন। সবাই তাঁর কথা মেনে চলবে। এমন একজন চাই না, যাকে কেউ চায় না। মাহফুজার রহমানকে অধ্যক্ষ পথ থেকে অপসারণ না করলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে প্রতীকী কর্মসূচি পালন করব এবং বুধবার কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন চলবে।’
এদিকে বেলা ১১টায় অধ্যক্ষ মাহফুজার রহমানে পক্ষে নগরীর প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে।
মানববন্ধনের বক্তারা বলেন, বিগত সরকারের দোসরা নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা প্রদান করছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসরা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মানববন্ধন থেকে।
২৯ অক্টোবর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মাহফুজার রহমান। এর পর থেকেই তাঁকে অব্যাহতির দাবিতে আন্দোলনে নামে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতা। ৩১ অক্টোবর বিক্ষোভ শেষে অধ্যক্ষকে অপসারণের দাবিতে তিন দিনের আলটিমেটাম দিয়েছিলেন তাঁরা।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৫ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৬ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে