কিশোরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু, বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ পুত্রবধূ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ২৩: ৫৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪২)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলমতি সেখানকার রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। অগ্নিকাণ্ডে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে পুরুষ মানুষ কেউ সে সময় ছিল না। নিহত ফুলমতি প্যারালাইজড রোগী। সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন। 

জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় জলঢাকা ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে মরদেহ বের করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানান তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত