বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় তাঁর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম। আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
রোকনুজ্জামান বিপ্লব বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন, বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ চুরি হয়েছে। ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে গোপালগঞ্জ থেকে কবিরাজহাটগামী পাকা সড়কের একটি রেইনট্রি ও একটি কড়ইগাছ কেটে নিয়েছে চোরেরা।
স্থানীয়দের কাছে থেকে মামলার বাদী আজিজুল ইসলাম জানতে পারেন, জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা দু-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৫০০ টাকা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশক্রমে মামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘গতকাল জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতা মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে বীরগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলায় তাঁর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম। আজ বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।
রোকনুজ্জামান বিপ্লব বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলা পরিষদের অফিস সহকারী আজিজুল ইসলাম অফিসের প্রধান সহকারী মমতাজ বেগমের মাধ্যমে জানতে পারেন, বীরগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন গাছ চুরি হয়েছে। ১১ নম্বর মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের ১০০ গজ পশ্চিমে গোপালগঞ্জ থেকে কবিরাজহাটগামী পাকা সড়কের একটি রেইনট্রি ও একটি কড়ইগাছ কেটে নিয়েছে চোরেরা।
স্থানীয়দের কাছে থেকে মামলার বাদী আজিজুল ইসলাম জানতে পারেন, জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অজ্ঞাতনামা দু-তিনজন গাছগুলো কেটে নিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, জেলা পরিষদের মালিকানাধীন আরও একটি আমগাছ ও দুটি পাকুড়গাছ চুরি করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ হাজার ৫০০ টাকা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নির্দেশক্রমে মামলা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে দিনাজপুর জেলা পরিষদ সদস্য মো. রোকনুজ্জামান বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনের কল রিসিভ করেননি।
এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘গতকাল জেলা পরিষদের গাছ চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
যশোরের চৌগাছায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ হোসেন আশা হত্যাকাণ্ডের মামলার আসামিদের হাতে ২২ বছর পর তাঁর ভাই আনিসুর রহমান (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে কুপিয়ে জখম করা হলে আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আনিসুরের ফুপাতো ভাই আব্দুস সালাম আহত হয়েছেন
২১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। দুই জেলার শ্রমিকদের পাল্টাপাল্টি মারধরের জেরে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই রুটে কোনো বাস চলাচল করেনি।
১ ঘণ্টা আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অফিসের মালামাল সরিয়েছে অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)। এ বিষয়ে এভসেক–এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে এপিবিএন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে