Ajker Patrika

গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছেন আবু সাঈদ: রংপুরে জামায়াতের আমির

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২০: ০৩
গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছেন আবু সাঈদ: রংপুরে জামায়াতের আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী দিনে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে কোনো দুর্বৃত্তপনা, স্বৈরাচারী ও জুলুমবাজ সরকার না আসতে পারে, সে জন্য এ প্রজন্মের যুবক ও দেশবাসীকে সোচ্চার থাকতে হবে। যাতে এই বিপ্লবের ফল কেউ হাইজ্যাক করতে না পারে। কোনো মতলববাজ, সে রাজনৈতিক বা অন্য কোনো অপশক্তি হোক, আমরা কাউকে অ্যালাউ করব না। আমরা প্রত্যেকেই পাহারাদার হিসেবে জাতির অধিকারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব।’

আজ বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর স্বজনদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধের মহানায়ক হলেন আবু সাঈদ। নৈতিক ঋণ পরিশোধ করতে আমরা এখানে এসেছি। এই এলাকায় আল্লাহ এমন একটি গোলাপ ফুল আমাদের দিয়েছিলেন যে গোটা জাতির ঘুম ভেঙে দিয়েছে। শুধু বাংলাদেশের নয়, তিনি এখন দুনিয়াবাসীর সম্পদ। আবু সাঈদ নিজেই একটা ইতিহাস। তাঁর ইতিহাসের সঙ্গে আর কারও ইতিহাস জুড়ে দেওয়ার প্রয়োজন নেই। তবে যাঁরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাঁরা প্রত্যেকে একেকটা ইতিহাস। এবং যাঁরা লড়াই করে গাজি হিসেবে বেঁচে আছেন, তাঁরাও ইতিহাস।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই বিপ্লব আমরা করিনি। এ বিপ্লব করেছে আমাদের যুবসমাজ। এরা আমাদের সন্তান। এরা আমাদের বিপ্লবের এই আন্দোলনে ভুল করে নাই। আমরা বিশ্বাস করি, এরা এখনো ভুল করবে না। বঙ্গভবনে বলেছিলাম যে এই বিপ্লবের ফার্স্ট অ্যান্ড লাস্ট স্টেকহোল্ডার হচ্ছে আমাদের যুবসমাজ। সুতরাং, তাদের সঙ্গে কথা বলে আগামীর দিকনির্দেশনা নিতে হবে। আমরা ধন্যবাদ জানাই, রাষ্ট্রপতি সেটা করেছেন।’

এর আগে সকাল ১০টায় হেলিকপ্টারে পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া বহুমুখী কামিল মাদ্রাসা মাঠে আসেন জামায়াতের আমির। পরে সেখানে একটি সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে আবু সাঈদের বাড়ি যান তিনি। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এ সময় সাঈদের স্বজনদের হাতে এক লাখ টাকা এবং আজীবন তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আবু ওবায়দুল্লাহ সালাফি, মহানগর ছাত্রশিবিরের সভাপতি গোলাম জাকারিয়া, সেক্রেটারি নুরুল হুদা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত