নিখোঁজ বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২২: ২২
Thumbnail image

দিনাজপুরের বীরগঞ্জে আবু সাঈদ মায়েজ (২৫) নামের এক বাক্প্রতিবন্ধী যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাপাড়া এলাকার ঢেপা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মায়েজ উপজেলার মোহনপুর ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের আবুল ইসলামের ছেলে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফেরদৌস বলেন, মায়েজ বাক্প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়েজ গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে ঢেপা নদীতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা তাঁর পরিবারকে খবর দেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

ওসি বলেন, মায়েজের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত