Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 
সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

রংপুরের কাউনিয়ার হারাগাছে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার মো. এনায়েত উল্লাহর ছেলে। তিনি লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় যোগদান করেছিলেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জাহাঙ্গীর আলম লালমনিরহাট থেকে নিজ বাসায় আসার পথে হারাগাছের ভরসা এতিমখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিনপর বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি মারা যান। 

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় পোষ্টিং হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরের নিজ বাড়িতে আসছিলেন। হারাগাছ-রংপুর সড়কের ওই স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আহত হন। 

রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ সদস্য জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা হয়েছে। গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত