রংপুর ও কাউনিয়া প্রতিনিধি
রংপুরের কাউনিয়ার হারাগাছে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার মো. এনায়েত উল্লাহর ছেলে। তিনি লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় যোগদান করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জাহাঙ্গীর আলম লালমনিরহাট থেকে নিজ বাসায় আসার পথে হারাগাছের ভরসা এতিমখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিনপর বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি মারা যান।
হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় পোষ্টিং হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরের নিজ বাড়িতে আসছিলেন। হারাগাছ-রংপুর সড়কের ওই স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আহত হন।
রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ সদস্য জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা হয়েছে। গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
রংপুরের কাউনিয়ার হারাগাছে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার মো. এনায়েত উল্লাহর ছেলে। তিনি লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় যোগদান করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে জাহাঙ্গীর আলম লালমনিরহাট থেকে নিজ বাসায় আসার পথে হারাগাছের ভরসা এতিমখানার সামনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁকে উদ্ধার করে প্রথমে হারাগাছ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন দিনপর বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি মারা যান।
হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মোহন্ত বলেন, পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম লালমনিরহাট পুলিশ লাইন থেকে সম্প্রতি লালমনিরহাট সদর থানায় পোষ্টিং হয়। ২৭ ফেব্রুয়ারি রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরের নিজ বাড়িতে আসছিলেন। হারাগাছ-রংপুর সড়কের ওই স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আহত হন।
রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ময়নাতদন্ত শেষে পুলিশ সদস্য জাহাঙ্গীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় মামলা হয়েছে। গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির গাড়ি জাহাঙ্গীরের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
২ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৬ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগে