কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে বাবা পয়ার উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আব্দুল জলিলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে অভিযুক্ত আব্দুল জলিলকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানা-পুলিশের একটি দল।
এ সময় তার ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৩ এপ্রিল) পারিবারিক কলহের জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পয়ার উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছেলে আব্দুল জলিল। এ সময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ার উদ্দিনকে বাঁচাতে চাইলে তাকেও আঘাত করেন জলিল। পরে পয়ার উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত পয়ার উদ্দিনের স্ত্রী ও অভিযুক্ত জলিলের মা জুলেখা বেগম বাদী হয়ে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামের জনৈক নজরুলের বাড়ি থেকে জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার বাবার ওপর হামলার অভিযোগ ‘স্বীকার’ করেছে। তার ‘স্বীকারোক্তি’ অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।
ওসি রাজু সরকার বলেন, ‘রোববার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জলিল পলাতক থাকলেও তাকে দ্রুততর সময়ে গ্রেপ্তারে সমর্থ হয়েছে পুলিশ।’
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে বাবা পয়ার উদ্দিনকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আব্দুল জলিলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে অভিযুক্ত আব্দুল জলিলকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানা-পুলিশের একটি দল।
এ সময় তার ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৩ এপ্রিল) পারিবারিক কলহের জেরে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পয়ার উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছেলে আব্দুল জলিল। এ সময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ার উদ্দিনকে বাঁচাতে চাইলে তাকেও আঘাত করেন জলিল। পরে পয়ার উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত পয়ার উদ্দিনের স্ত্রী ও অভিযুক্ত জলিলের মা জুলেখা বেগম বাদী হয়ে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামের জনৈক নজরুলের বাড়ি থেকে জলিলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার বাবার ওপর হামলার অভিযোগ ‘স্বীকার’ করেছে। তার ‘স্বীকারোক্তি’ অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।
ওসি রাজু সরকার বলেন, ‘রোববার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জলিল পলাতক থাকলেও তাকে দ্রুততর সময়ে গ্রেপ্তারে সমর্থ হয়েছে পুলিশ।’
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিআইডি।
৫ মিনিট আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আল্লামা ইকবালকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ।
২১ মিনিট আগেগোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় রাজীব শেখ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বালাডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২৪ বস্তা কীটনাশক ও ১২ বস্তা ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার বিক্রেতা গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার ও কীটনাশক খালে ফেলে নষ্ট করা হয়েছে।
১ ঘণ্টা আগে