কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসাজনিত কারণে রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে ১০ জুন তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার বিষয়টি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
জিডি থেকে জানা গেছে, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত ১০ জুন বিকেল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তাঁর সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। ডায়েরিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাঁকে না পাওয়ায় কোতোয়ালি থানায় জিডি করেছি। তাঁর সন্ধান পেলে কাছের থানা অথবা মোবাইল ফোনের নম্বর ০১৭৬৪৩৪২৬১১-এ যোগাযোগের অনুরোধ জানাই।’
ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতিমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করি খুব শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’
কুড়িগ্রামের রাজারহাটের বীর মুক্তিযোদ্ধা মো. আব্বাস আলী (৮০) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে দেলওয়ার হোসেন। চিকিৎসাজনিত কারণে রংপুরে ছেলের বাসায় বেড়াতে গিয়ে ১০ জুন তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার বিষয়টি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।
জিডি থেকে জানা গেছে, রাজারহাট উপজেলার পুটিকাটা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে রংপুরের কোতোয়ালি থানার রতিরামপুর আদর্শপাড়ায় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। গত ১০ জুন বিকেল ৩টার দিকে ছেলের ভাড়া বাসা থেকে পার্শ্ববর্তী রতিরামপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন আব্বাস আলী। পরে তিনি আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর তাঁর সন্ধান মেলেনি। পরে ১১ জুন তাঁর সন্ধান চেয়ে রংপুর কোতোয়ালি থানায় জিডি করা হয়। ডায়েরিতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আব্বাস আলী বেশ কিছুদিন থেকে মানসিক অসুস্থতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা আব্বাস আলীর বড় ছেলে ও পুলিশ সদস্য দেলওয়ার হোসেন বলেন, ‘বাবার উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে এসেছিলাম। ১০ জুন হঠাৎ বাসা থেকে বেরিয়ে যান। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাঁকে না পাওয়ায় কোতোয়ালি থানায় জিডি করেছি। তাঁর সন্ধান পেলে কাছের থানা অথবা মোবাইল ফোনের নম্বর ০১৭৬৪৩৪২৬১১-এ যোগাযোগের অনুরোধ জানাই।’
ওসি সুশান্ত কুমার সরকার বলেন, ‘নিখোঁজ মুক্তিযোদ্ধা আব্বাস আলীর সন্ধান পেতে আমরা ইতিমধ্যে জেলার সব থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। আশা করি খুব শিগগিরই তাঁর সন্ধান পাওয়া যাবে।’
ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২২ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২৭ মিনিট আগে