রংপুরে দুই হোটেলমালিককে জরিমানা

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৩৮

রংপুর মহানগরীতে ভেজালবিরোধী অভিযান পরিচালনার সময় দুই হোটেলমালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় এই অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে সহযোগিতা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধাপ মেডিকেল মোড় এলাকার বিভিন্ন হোটেলে প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল রং দেওয়া এবং ফ্রিজে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যপণ্য সংরক্ষণ করার অভিযোগে নিউ পারভেজ হোটেলমালিককে ২৫ হাজার টাকা এবং মিন স্টার রেস্তোরাঁমালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সংস্থাটির সহকারী পরিচালক বোরহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযানের সময় জরিমানা আরোপ ও আদায় ছাড়া লিফলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাদের সচেতন করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত