ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।
ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে।
মিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।
বিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’
চলছে মধু মাস জ্যৈষ্ঠ। বাজারে হরেক রকম ফলের সমাহার। সব ফলের চেয়ে লিচুর কদর একটু বেশিই। অন্যান্য ফল কেজি দরে বিক্রির কথা শোনা গেলেও লিচু বিক্রির কথা শোনা যায়নি। কিন্তু এবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। বিক্রেতাকে ঘিরে ভিড় করছেন আগ্রহী উৎসুক ক্রেতারা।
ফুলবাড়ী পৌর বাজারে গতকাল রোববার সন্ধ্যার পর ভ্যানে ফেরি করে কেজি দরে লিচু বিক্রির এমন দৃশ্য চোখে পড়ে। বোঁটা ছাড়া এসব লিচু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, দিনাজপুরে চিরিরবন্দরে উপজেলার বিভিন্ন বাগান থেকে এসব মণ দরে লিচু সংগ্রহ করে ফুলবাড়ীতে এনে কেজি দরে বিক্রি করছেন তাঁরা। বাজারে বিভিন্ন জাতের লিচু আঁটি করে বোঁটাসহ (থোকা) শ দরে ৭০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বোঁটা ছাড়া ফেরি করে এসব লিচু কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকায়। স্বল্প আয়ের মানুষ কম দামে এসব লিচু কিনতে ভিড় জমাচ্ছেন। প্রতিদিন পৌর শহরের নিমতলা মোড়, ননীগোপালমোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, টিটিরমোড়সহ বিভিন্ন স্থানে লিচুর বাজার বসছে।
মিলন ও এমাজ উদ্দিন নামে দুই ক্রেতা জানান, ৮০ টাকা দরে এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। আগে খেয়ে দেখেছেন, এরপর খেতে ভালো লাগায় পরিবারের জন্য এক কেজি করে লিচু কিনেছেন তাঁরা। ৮০ টাকায় এক কেজি লিচু গুনে প্রায় ৭৫টি পেয়েছেন। তবে কিছু কিছু লিচু নষ্ট আছে। তারপরও দাম কম হিসেবে খুব একটা খারাপ না এবং খেতেও সুমিষ্ট বলে জানান তাঁরা। বাজারে আঁটি করা একশত লিচু কিনতে গেলে ২৫০ টাকা থেকে ৭০০ টাকা দাম পড়ে কম দামে এসব লিচু পেয়ে খুশি তাঁরা।
বিক্রেতা জিয়ারুল শেখ বলেন, ‘এগুলো দেশিসহ বিভিন্ন জাতের লিচু। জেলার চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাগানে লিচু পাড়ার সময় গাছ থেকে ঝরে পড়ে যাওয়া লিচুগুলো একসঙ্গে করে কম দামে মন দরে কিনে নেই। এরপর উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করি। বেশির ভাগ লিচু বিভিন্ন রোগ-বালাইয়ের কারণে ঝরে পড়ে যায়। তবে খেতে অন্যান্য লিচুর মতোই মিষ্টি।’
ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর অবস্থিত স্টাফ কোয়ার্টার-হাজীনগর সেতুটি অপ্রশস্ত হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন লাখো মানুষ। যানবাহনের বাড়তি চাপ ও অপরিকল্পিত নির্মাণের কারণে সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, এখানে দ্রুত একটি পরিকল্পিত ও প্রশস্ত সেতু নির
৪ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যর স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত সেনা সদস্যসহ তাঁর শিশুসন্তানকে বরিশাল সিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেসিলেটে বিপুল পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৩৫ মিনিট আগেঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১ ঘণ্টা আগে