রংপুর প্রতিনিধি
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক, সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থী ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের দোসররা নবনিযুক্ত অধ্যক্ষ মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা দিচ্ছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসররা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, হাজী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাদল, বক্তব্য দেন হাজী কল্যাণ সংস্থা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মো. আজহারুল ইসলাম, সাধারণ জনগণের পক্ষে লিয়াজুর রহমান, মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ, আজিজুর রহমান, শিক্ষক, টিএমএসএস পলিটেকনিকসহ প্রমুখ।
হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মাহফুজার রহমান কোনো রাজনীতি করেননি। যার ফলে যোগ্যতা থাকা সত্যেও এত দিন পদায়ন পাননি। অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে মূল্যায়ন করে যোগ্যতার ভিত্তিতে রংপুর মেডিকেলে অধ্যক্ষ পদে পদায়ন করেছেন। সরকারি সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত। রংপুর মেডিকেল কলেজের উন্নয়নে, হাসপাতালের উন্নয়নে মাহফুজার রহমানের দরকার। কিন্তু তাঁকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে একটি চক্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অংশ নেওয়া রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন, মাহফুজার রহমান রংপুরের সন্তান। যোগ্যতার ভিত্তিতে সরকার তাঁকে পদোন্নতি দিয়েছে। এতে স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। মাহফুজার রহমান অধ্যক্ষ থাকলে তাঁরা অনিয়ম-দুর্নীতি করতে পারবে না। তাই তাঁকে অধ্যক্ষ পদ থেকে সরাতে বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।
গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। এ দিন অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে নবনিযুক্ত অধ্যক্ষ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ মাহফুজার রহমানের সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো ও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক, সাবেক ও বর্তমান মেডিকেল শিক্ষার্থী ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের দোসররা নবনিযুক্ত অধ্যক্ষ মো. মাহফুজার রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অধ্যক্ষ পদে যোগদানে বাধা দিচ্ছে। মাহফুজার রহমান তাঁর যোগ্যতার ফলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি অধ্যক্ষ হওয়ায় বিগত সরকারের আওয়ামী লীগের দোসররা সুবিধা নিতে পারবে না বলেই তাঁর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে তাঁকে সরানোর পাঁয়তারা করছে। মাহফুজার রহমানকে রমেকের অধ্যক্ষ পদে যোগদানের বাধা দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধনে সচেতন রংপুরবাসীর পক্ষে সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, হাজী কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর বাদল, বক্তব্য দেন হাজী কল্যাণ সংস্থা সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ প্রফেসর মো. আবু সাঈদ, মিস্ত্রিপাড়া মসজিদের সাবেক ইমাম জয়নাল আবেদিন, মৌলভীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার সভাপতি মোশাররফ হোসেন সরকার, গজঘণ্টা স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান শাহীন, কান্ডারি বহুমুখী সমবায় সমিতির সহসভাপতি মো. আজহারুল ইসলাম, সাধারণ জনগণের পক্ষে লিয়াজুর রহমান, মেডিকেল শিক্ষার্থী জান্নাতুল, মাহামুদ, আজিজুর রহমান, শিক্ষক, টিএমএসএস পলিটেকনিকসহ প্রমুখ।
হাজী কল্যাণ সংস্থার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মাহফুজার রহমান কোনো রাজনীতি করেননি। যার ফলে যোগ্যতা থাকা সত্যেও এত দিন পদায়ন পাননি। অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে মূল্যায়ন করে যোগ্যতার ভিত্তিতে রংপুর মেডিকেলে অধ্যক্ষ পদে পদায়ন করেছেন। সরকারি সিদ্ধান্ত সবার মেনে নেওয়া উচিত। রংপুর মেডিকেল কলেজের উন্নয়নে, হাসপাতালের উন্নয়নে মাহফুজার রহমানের দরকার। কিন্তু তাঁকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে একটি চক্র। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অংশ নেওয়া রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু বলেন, মাহফুজার রহমান রংপুরের সন্তান। যোগ্যতার ভিত্তিতে সরকার তাঁকে পদোন্নতি দিয়েছে। এতে স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। মাহফুজার রহমান অধ্যক্ষ থাকলে তাঁরা অনিয়ম-দুর্নীতি করতে পারবে না। তাই তাঁকে অধ্যক্ষ পদ থেকে সরাতে বিভিন্ন ষড়যন্ত্র, মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।
গত ২৯ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পান মাহফুজার রহমান। এরপর দিনই বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী, ছাত্র-জনতার ব্যানারে নবনিযুক্ত অধ্যক্ষকে অপসারণের দাবি তুলে বিক্ষোভ করা হয়। এ দিন অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তবে নবনিযুক্ত অধ্যক্ষ এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করতে পারেনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যত রকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায়, তা-ই করছে সরকার।
১৫ মিনিট আগেঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
৩০ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
৩৩ মিনিট আগে