নীলফামারী প্রতিনিধি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দূর এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতেও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায় কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।’
ওবায়দুল হাসান বলেন, ‘বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়।’ তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা আরিফা ইয়াসমীন মুক্তা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন–জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন প্রমুখ।
এর আগে ২০২৩ সালের ৩ জুন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ‘মানুষের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ কাজ করছে। মামলার জট কমাতে বিচারক সংকট দূর এবং মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতেও বিচার বিভাগ কাজ করে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ন্যায় কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায়কুঞ্জ স্থাপনের ফলে আদালতে আসা বিচার প্রার্থীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং বিশ্রাম নিতে পারবেন। সেখানে সুপেয় পানিসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে।’
ওবায়দুল হাসান বলেন, ‘বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচার ব্যবস্থা সমৃদ্ধ হয়।’ তিনি বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা আরিফা ইয়াসমীন মুক্তা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন–জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন প্রমুখ।
এর আগে ২০২৩ সালের ৩ জুন জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম। গণপূর্ত বিভাগ ৫২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
৫ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১০ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
২৯ মিনিট আগে