Ajker Patrika

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী শুল্ক স্টেশন ও স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে। উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে, পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র বলছে, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালনে-বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপ এ দিন ব্যবসায়ী সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এ বিষয়টি নিয়ে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বিজিবি কমান্ডার, ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় চ্যাংড়াবান্দা স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বিএসএফ কমান্ডার, চ্যাংড়াবান্দা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে জানিয়েছে। 

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় ব্যবসায়ীরা ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়, এ জন্য বন্ধ রয়েছে। তবে আগামী ২২ ফেব্রুয়ারি (বুধবার) সকাল থেকে যথানিয়মে আবারও আমদানি-রপ্তানিসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চালু হবে।’ 

বুড়িমারী স্থলবন্দর অভিবাসন পুলিশ চৌকির (ইমিগ্রেশন) কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মুর হাসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, বুড়িমারী অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।’ 

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এ স্থলবন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম করছে না। এ কারণে স্থলবন্দর বন্ধ আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত