Ajker Patrika

বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি

প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট) 
বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি

করোনাভাইরাসের প্রভাবে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের শুল্ক স্টেশনে রাজস্ব আয় এবারও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় গত বছর রাজস্ব আদায় বেড়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২০-২০২১ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১১৩ কোটি ৮০ লাখ টাকা। আদায় হয়েছে ১১১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার টাকা কম। যেখানে আগের অর্থবছরে (২০১৯-২০২০) লক্ষ্যমাত্রা ছিল ১০৪ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকা। আদায় হয়েছিল ৫৬ কোটি ৭২ লাখ ২৪ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকা। সে হিসাবে মহামারি পরিস্থিতিতে ২০২০-২০২১ অর্থবছরে আগের বছরের প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্রে জানা যায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর বিভাগের অধীনে বুড়িমারী স্থলবন্দর শুল্ক স্টেশনে ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব আদায়ের রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে ৯৫ দশমিক ৮৯ শতাংশ। যা এ শুল্ক স্টেশনে রাজস্ব আদায়ের ইতিহাসে অতীতের চেয়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, শুল্ক স্টেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজস্ব আদায়ে জোর চেষ্টা চালানো হয়। গত অর্থবছরের চেয়ে রাজস্ব আয় প্রায় দ্বিগুণ হয়েছে। তবে বর্তমানে এমন পরিস্থিতি না থাকলে রাজস্ব আয় অনেক বেড়ে যেত।

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, করোনা পরিস্থিতে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ব্যবসা-বাণিজ্য করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, প্রশাসন ও ব্যবসায়ীরা আন্তরিক থাকায় রাজস্ব আয় বাড়ছে। এ স্থলবন্দরের ব্যবসায়ী পরিধি, সড়ক, রেল যোগাযোগ বৃদ্ধি এবং কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহার করা হলে রাজস্ব আয় কয়েকগুণ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত