প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)
জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মায়ের মাথা ফাটানোর অভিযোগে ক্লোজআপ তারকা সাজু আহমেদের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে আহত সাজুর মা রানীজান বেগম বাদী হয়ে কুড়িগ্রামের উলিপুর থানার এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইমতিয়াজ কবির জানান, সাজুর মা রানীজান বেগম অসুস্থ থাকায় গত শনিবার রাতে সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। এর পর অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে রোববার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সাজুর মা। উলিপুর থানায় মামলা নম্বর সাত। মামলার একমাত্র আসামি হচ্ছেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পুলক কুমার সরকার বলেন, সাজুর মা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের নারী সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মাথার সামনের দিকে ৭ সেন্টিমিটার ফেটে যাওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আজগার আলী ও রানীজান বেগমের ছোট ছেলে। তাঁর পিতা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে অংশ নেন। সেখানে দ্বিতীয় রানার আপ হয়ে তারকা খ্যাতি অর্জন করেন।
সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম জানান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন সাজু। এরপর থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন। এ জন্য জমির ভাগ ও টাকার জন্য ৩ সেপ্টেম্বর দুপুরের দিকে তাঁর সামনে চাকু দিয়ে মায়ের মাথায় আঘাত করে সাজু। এতে মায়ের মায়ের মাথা ফেটে যায়।
মামলার আসামি সাজু আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মায়ের মাথা ফাটানোর অভিযোগে ক্লোজআপ তারকা সাজু আহমেদের (৩২) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে আহত সাজুর মা রানীজান বেগম বাদী হয়ে কুড়িগ্রামের উলিপুর থানার এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইমতিয়াজ কবির জানান, সাজুর মা রানীজান বেগম অসুস্থ থাকায় গত শনিবার রাতে সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় লিখিত অভিযোগ দেন। এর পর অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদনের প্রেক্ষিতে রোববার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার বাদী হয়েছেন সাজুর মা। উলিপুর থানায় মামলা নম্বর সাত। মামলার একমাত্র আসামি হচ্ছেন কণ্ঠশিল্পী সাজু আহমেদ।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. পুলক কুমার সরকার বলেন, সাজুর মা বর্তমানে কুড়িগ্রাম সদর হাসপাতালের নারী সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার বিকেল ৩টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তাঁর মাথার সামনের দিকে ৭ সেন্টিমিটার ফেটে যাওয়ায় ৭টি সেলাই দিতে হয়েছে। তিনি ক্রমেই সুস্থ হয়ে উঠছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু আহমেদ কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আজগার আলী ও রানীজান বেগমের ছোট ছেলে। তাঁর পিতা ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানে অংশ নেন। সেখানে দ্বিতীয় রানার আপ হয়ে তারকা খ্যাতি অর্জন করেন।
সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম জানান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য হয়েছেন সাজু। এরপর থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন। এ জন্য জমির ভাগ ও টাকার জন্য ৩ সেপ্টেম্বর দুপুরের দিকে তাঁর সামনে চাকু দিয়ে মায়ের মাথায় আঘাত করে সাজু। এতে মায়ের মায়ের মাথা ফেটে যায়।
মামলার আসামি সাজু আহমেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।
চাঁদপুরে সাহরির সময় খাবার গরম করতে লাইনের গ্যাসের চুলা জ্বালালে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে শহরের কোড়ালিয়ায় সাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
১৫ মিনিট আগেমাগুরায় শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ রোববার সকালে আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২২ মিনিট আগেরংপুরে চাঁদা দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
৩৫ মিনিট আগে