পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জে ধর্মীয় উসকানিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে রোজগার সব উপায় শেষ হয়ে গেছে ভূমিহীন দেবেন্দ্রনাথের (৫৪)। প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে তাঁর তিনটি ঘর। পরনের কাপড় ছাড়া কিছুই নেই আর। খালবিলে মাছ ধরে হাটবাজারে বিক্রি করতেন তিনি। সেই রোজগারের একমাত্র জালটিও পুড়ে গেছে।
আজ সোমবার বিকেলে উপজেলার বড় করিমপুর কসবা হিন্দুপল্লি মাঝিপাড়ায় (জেলেপল্লি) পুড়ে যাওয়া বাড়ির সামনে কথা হয় ভূপেন্দ্রনাথের ছেলে দেবেন্দ্রনাথের সঙ্গে। তিনি বলেন, ‘বউ, চার ছেলে আর এক মেয়ে নিয়ে হামরা বাড়িত থাকি। হামার তিনটা মাটির ঘর। রোববার রাত ৯টার দিকত আমি বাজারোত মাছ ব্যাচার সময় খবর পাই, বাড়িত আগুন লাগছে। রাত ১০টার দিকে আসি দেকি সব ঘরে দাউ দাউ করি আগুন জ্বলেছে। গোয়ালঘরে দুটা গরু আছিলো। সেগুলা পুড়ি ছাই হয়া গেছে। কয়েক দিন আগে গাভিটা ১ লাখ ১০ হাজার টাকা আর বাছুরটা ৩৫ হাজার টাকা দাম করছিল। কিন্তু দাম বেশি হওয়ার আশায় ব্যাচো নাই। একন কী হবি মোর!’
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘হামার বাপের মাত্র আড়াই শতক জমি বেচি ৯ শতক জমি কিনি বাড়ি করি। আবাদি জমি নাই। নদীনালায় জাল দিয়া মাছ ধরি বেচি সংসার চালাই। বাড়িও করি। মোর নাকান এই গাঁওত আরও ৫০-৬০ জন হেন্দু মানুষ মাছ ধরি জেবন চলাই। আর আজ মোর সউগ পুড়ি ছাই হয়্যা গেছে। মুই একন পতের ফকির। মোর জালটাও গেছে।’
কোনো রকম কান্না চেপে তিনি বলেন, ‘মোর দুইটা ছেলে প্রদীপ আর স্বপন। ওরা দুজনেই অটোভ্যান চলায়। একটা ভ্যান পুড়ি গেছে, আর একটা ওরা লুট করি নিয়া গেছে।’
দেবেন্দ্রনাথের পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এমনই প্রায় ৫০টি পরিবার খোলা আকাশের নিচে রয়েছে ওই মাঝিপাড়ায়।
আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারকে খাদ্য, বস্ত্র সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়ার এক হিন্দু কিশোর ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়লে মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে। রাতেই বিক্ষুব্ধ জনতা ওই কিশোরের বাড়ি ঘেরাও করে। এরপর গ্রামটির হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পীরগঞ্জে ধর্মীয় উসকানিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে রোজগার সব উপায় শেষ হয়ে গেছে ভূমিহীন দেবেন্দ্রনাথের (৫৪)। প্রায় দেড় লাখ টাকা মূল্যের দুটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে তাঁর তিনটি ঘর। পরনের কাপড় ছাড়া কিছুই নেই আর। খালবিলে মাছ ধরে হাটবাজারে বিক্রি করতেন তিনি। সেই রোজগারের একমাত্র জালটিও পুড়ে গেছে।
আজ সোমবার বিকেলে উপজেলার বড় করিমপুর কসবা হিন্দুপল্লি মাঝিপাড়ায় (জেলেপল্লি) পুড়ে যাওয়া বাড়ির সামনে কথা হয় ভূপেন্দ্রনাথের ছেলে দেবেন্দ্রনাথের সঙ্গে। তিনি বলেন, ‘বউ, চার ছেলে আর এক মেয়ে নিয়ে হামরা বাড়িত থাকি। হামার তিনটা মাটির ঘর। রোববার রাত ৯টার দিকত আমি বাজারোত মাছ ব্যাচার সময় খবর পাই, বাড়িত আগুন লাগছে। রাত ১০টার দিকে আসি দেকি সব ঘরে দাউ দাউ করি আগুন জ্বলেছে। গোয়ালঘরে দুটা গরু আছিলো। সেগুলা পুড়ি ছাই হয়া গেছে। কয়েক দিন আগে গাভিটা ১ লাখ ১০ হাজার টাকা আর বাছুরটা ৩৫ হাজার টাকা দাম করছিল। কিন্তু দাম বেশি হওয়ার আশায় ব্যাচো নাই। একন কী হবি মোর!’
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, ‘হামার বাপের মাত্র আড়াই শতক জমি বেচি ৯ শতক জমি কিনি বাড়ি করি। আবাদি জমি নাই। নদীনালায় জাল দিয়া মাছ ধরি বেচি সংসার চালাই। বাড়িও করি। মোর নাকান এই গাঁওত আরও ৫০-৬০ জন হেন্দু মানুষ মাছ ধরি জেবন চলাই। আর আজ মোর সউগ পুড়ি ছাই হয়্যা গেছে। মুই একন পতের ফকির। মোর জালটাও গেছে।’
কোনো রকম কান্না চেপে তিনি বলেন, ‘মোর দুইটা ছেলে প্রদীপ আর স্বপন। ওরা দুজনেই অটোভ্যান চলায়। একটা ভ্যান পুড়ি গেছে, আর একটা ওরা লুট করি নিয়া গেছে।’
দেবেন্দ্রনাথের পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এমনই প্রায় ৫০টি পরিবার খোলা আকাশের নিচে রয়েছে ওই মাঝিপাড়ায়।
আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারকে খাদ্য, বস্ত্র সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার রাতে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা মাঝিপাড়ার এক হিন্দু কিশোর ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়লে মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে। রাতেই বিক্ষুব্ধ জনতা ওই কিশোরের বাড়ি ঘেরাও করে। এরপর গ্রামটির হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
৯ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
১১ মিনিট আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে