পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় আমন ধানখেতে ইঁদুর নিধনে ‘চোঙ্গা ফাঁদ’ পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে কৃষকেরা ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ বছর বাঁশ দিয়ে তৈরি চোঙ্গা ফাঁদ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে।
সরেজমিনে উপজেলার পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর, পীরগাছা, ও কান্দিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ শ্যামল ধান খেতগুলো ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইছে। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। গত কয়েক বছরে এসব ইঁদুর বিনষ্ট করেছে কৃষকদের হাজার হাজার মণ ধান।
ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধানখেতে ইদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাঁশের সাহায্যে চোঙ্গা ফাঁদ পদ্ধতি তৈরি করেন। আর রাতের বেলা ধানখেতে এ চোঙ্গা ফাঁদ পেতে ইঁদুর নিধনে ব্যাপক সফলতা পাওয়া গেছে।
পীরগাছা সদরের কয়েকটি ফসলের জমিতে গিয়ে দেখা যায়, বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের কৃষক নুরুল আমিন ও মোখলেছ মিয়া জানান, প্রতি বছর ইঁদুর অর্ধেক ধান নষ্ট করতো। এ বছর চোঙ্গা ফাঁদ ব্যবহার করায় ইঁদুরের উপদ্রব অনেক কমেছে।
সদর ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, আমি চোঙ্গা ফাঁদ ব্যবহার করে এক রাতে ১৫টি ইঁদুর ধরেছি। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক বলেন, আগে কৃষকেরা ইঁদুরের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। এখন আমরা নানাভাবে কৃষকদের পরামর্শ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছি। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম বলেন, এ উপজেলার নয়টি ইউনিয়নে ধানের জমির মধ্যে পানি না থাকায় ইঁদুরের উৎপাত বেশি। আমরা প্রতি সপ্তাহে কৃষকদের ফসল রক্ষায় সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। চোঙ্গা ফাঁদ পদ্ধতিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে খরচ কম, তাই কৃষকেরা ব্যবহারও করছেন।
রংপুরের পীরগাছায় আমন ধানখেতে ইঁদুর নিধনে ‘চোঙ্গা ফাঁদ’ পদ্ধতি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। গত কয়েক বছরে কৃষকেরা ধানখেতে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এ বছর বাঁশ দিয়ে তৈরি চোঙ্গা ফাঁদ কৃষকদের মাঝে সাড়া ফেলেছে।
সরেজমিনে উপজেলার পারুল, ইটাকুমারী, অন্নদানগর, ছাওলা, তাম্বুলপুর, পীরগাছা, ও কান্দিসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। সবুজ শ্যামল ধান খেতগুলো ফুলে ফেঁপে বেরিয়ে আসতে চাইছে। এ সময় জমিতে পানি না থাকার কারণে উৎপাত শুরু করেছে ইঁদুরের দল। গত কয়েক বছরে এসব ইঁদুর বিনষ্ট করেছে কৃষকদের হাজার হাজার মণ ধান।
ইঁদুর নিধনে জিংক পাউডার, গ্যাস ট্যাবলেটসহ বিভিন্ন বিষ ব্যবহার করে কোনো লাভ হয়নি। এ বছরও আমন ধানখেতে ইদুরের উৎপাত শুরু হলে কৃষকেরা উপজেলা কৃষি অফিস ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাঁশের সাহায্যে চোঙ্গা ফাঁদ পদ্ধতি তৈরি করেন। আর রাতের বেলা ধানখেতে এ চোঙ্গা ফাঁদ পেতে ইঁদুর নিধনে ব্যাপক সফলতা পাওয়া গেছে।
পীরগাছা সদরের কয়েকটি ফসলের জমিতে গিয়ে দেখা যায়, বেড়ে ওঠা ধান গাছগুলো কেটে টুকরো টুকরো করে ফেলেছে ইঁদুর। ওই জমিতে ধান গাছগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন গ্রামের কৃষক নুরুল আমিন ও মোখলেছ মিয়া জানান, প্রতি বছর ইঁদুর অর্ধেক ধান নষ্ট করতো। এ বছর চোঙ্গা ফাঁদ ব্যবহার করায় ইঁদুরের উপদ্রব অনেক কমেছে।
সদর ইউনিয়নের কৃষক জামাল হোসেন বলেন, আমি চোঙ্গা ফাঁদ ব্যবহার করে এক রাতে ১৫টি ইঁদুর ধরেছি। উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক বলেন, আগে কৃষকেরা ইঁদুরের কাছে অসহায় হয়ে পড়েছিলেন। এখন আমরা নানাভাবে কৃষকদের পরামর্শ দিয়ে ফসল রক্ষার চেষ্টা করছি। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম বলেন, এ উপজেলার নয়টি ইউনিয়নে ধানের জমির মধ্যে পানি না থাকায় ইঁদুরের উৎপাত বেশি। আমরা প্রতি সপ্তাহে কৃষকদের ফসল রক্ষায় সব উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। চোঙ্গা ফাঁদ পদ্ধতিতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে খরচ কম, তাই কৃষকেরা ব্যবহারও করছেন।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে